Ittefaq Newspaper PDF | 12 Aug 2024
প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
আজকের এই পোস্টটির মাধ্যমে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন Ittefaq Newspaper PDF | 12 Aug 2024 যা আমাদের টিম কতৃক সরবরাহ করা হয়েছে আপনার সুবিধার্থে। ডাউনলোড লিংক পোস্টের শেষে দেওয়া হয়েছে।
দৈনিক পত্রিকা কেন পড়বেন?
সংবাদপত্র সমাজের আয়না হিসেবে পরিচিত। এটি মানুষকে সচেতন ও জ্ঞানে সমৃদ্ধ করে। ছাত্রজীবন থেকে নিয়মিত পত্রিকা পড়লে সুন্দর ক্যারিয়ার ও জীবন গঠনে সহায়ক হয়। ছাত্রজীবন থেকে পত্রিকা পড়ার অভ্যাসের সুফল নিয়ে বিস্তারিত লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন
একজন সচেতন নাগরিক হওয়ার জন্য দেশের খোঁজখবর রাখতে হয়। শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, কূটনীতি, সাহিত্য, ধর্ম, খেলাধুলা, ফ্যাশন, লাইফস্টাইল—এমন সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ই পত্রিকায় প্রকাশিত হয়। অর্থনীতির কী ধরনের পরিবর্তন হচ্ছে। অন্য দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পরিস্থিতি। দেশের রাজনৈতিক হালচাল পত্রিকা পড়ে জানা যায়। একজন স্মার্ট মানুষ হলেন তিনি, যার কাছে অনেক বেশি তথ্য আছে। আর তথ্যের অন্যতম উৎস হলো পত্রিকা।
পড়াশোনার প্রস্তুতি নিতে
পত্রিকায় পড়াশোনাসংক্রান্ত লেখা ছাপা হয়। যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার প্রস্তুতিমূলক লেখা থাকে। এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন শ্রেণির মডেল টেস্ট থাকে। আর শিক্ষার্থীরা সেসব মডেল টেস্ট দেখে ঘরে বসে নিজেকে যাচাই করে নিতে পারে। এ ছাড়া বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শমূলক লেখা থাকে, যা প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থী যিনি হয়তো ওই সব বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে দেখা করা, ক্লাস করা ও পরামর্শ নেওয়ার সুযোগ কখনো হতো না। কিন্তু পত্রিকার মাধ্যমে ঘরে বসে সেসব অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞের পরামর্শ জানার সুযোগ হয়।
ক্যারিয়ারের খোঁজখবর পেতে
সংবাদপত্রে সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ফলে নিজের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী সেসব চাকরিতে আবেদন করা যায়। কবে, কোথায়, কোন সময় পরীক্ষা—এসব জানা যায়। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সংবাদ, বৃত্তি, কোর্স প্রভৃতির খোঁজখবর ও পরামর্শমূলক লেখা পাওয়া যায়। ফলে যে শিক্ষার্থী দেশের বাইরে উচ্চশিক্ষা ও গবেষণা করতে যাবে, সেও পত্রিকা পড়ার ফলে উপকৃত হবে। দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় দেশের জন্য কারা গৌরব বয়ে আনল তাদের নিয়ে ফিচার প্রকাশিত হয়। আর এসব পড়ে অনুপ্রাণিত হয়ে এতে অংশ নেওয়ার করার আগ্রহ বাড়ে।
চাকরির প্রস্তুতি নিতে
বিসিএস, ব্যাংকসহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ সহায়ক। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—এই তিন ধাপেই সফল হওয়ার জন্য নিয়মিত পত্রিকা পড়ার বিকল্প নেই। এতে বিসিএস, ব্যাংকারসহ অন্যান্য চাকরিতে সফলদের প্রস্তুতি, পরামর্শ, অভিজ্ঞতা প্রভৃতি ছাপা হয়। ফলে যেসব চাকরিপ্রার্থীর পরামর্শ দেওয়ার মতো মেন্টর নাই, তিনি ঘরে বসেই বিভিন্ন চাকরিতে সফলদের পরামর্শ, অভিজ্ঞতা জানতে পারেন। অনেক তথ্য, উপাত্ত, উক্তি চাকরির লিখিত পরীক্ষার খাতায় ব্যবহার করে ভালো নম্বর পেয়ে সফল হওয়ার সুযোগ থাকে। চাকরিপ্রার্থীরা পত্রিকা পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও লেখা কেটে রেখে দেন পরবর্তী সময়ে পড়ার জন্য। ভাইভাতে বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে, যাঁরা নিয়মিত পত্রিকা পড়েন তাঁরা এসব প্রশ্নের উত্তর ভালো দিতে পারেন। এ ছাড়া বিশ্লেষণের দক্ষতা বাড়ে। ফলে চাকরির লিখিত, মৌখিক পরীক্ষা অথবা কোনো বিষয়ে আলোচনা করতে হলে বিশ্লেষণমূলক আলোচনা করা যায়।
-আজকের পত্রিকা
বিসিএস এর জন্য দৈনিক পত্রিকার কোন পাতাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত?
বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ কলাম, আন্তর্জাতিক খবর, অর্থনৈতিক খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও ডাটা, সাম্প্রতিক আলোচিত ঘটনা গুলো নিয়মিত পড়া দরকার। খুব ভালো হয় প্রয়োজনীয় নোট নিলে।
তাছাড়া বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন প্রার্থীর চারটি মৌলিক যোগ্যতা থাকতে হবে।
- এক পৃষ্ঠা শুদ্ধ বাংলা লিখতে পারা
- এক পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি লিখতে পারা
- গণিত জানা (৮ম শ্রেণি থেকে এসএসসি লেভেলের ম্যাথ)
- নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়া
এর চারটি বিষয়ে যে নিয়মিত চর্চা করবে তার বিসিএস এর ৬০/৭০% প্রস্তুতি এমনিতেই হয়ে যাবে। বাকি বিষয়গুলো সময়ের ব্যাপার মাত্র।
সুতরাং বুঝতেই পেরেছেন বিসিএস সহ যেকোনো চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস।
পত্রিকা পিডিএফ পড়ার উপায় :
আপনি যদি দৈনিক পত্রিকা পড়তে পছন্দ করে থাকেন তবে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার মাধ্যমে প্রতিদিন পত্রিকা ফ্রী তে পিডিএফ পড়তে পারবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিদিনের আপডেট পত্রিকা শেয়ার করা হয়। আপনি চাইলে সেখান থেকে নিয়মিত পিডিএফ পত্রিকা পড়তে পারেন কোন ধরনের চার্জ ছাড়াই।
আজকের পত্রিকা পিডিএফ ডাউনলোড, আজকের প্রথম আলো পিডিএফ পড়ার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আজকের Ittefaq Newspaper পিডিএফ ডাউনলোড :
প্রিয় ভিজিটর নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে একটি নতুন পেইজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে সরাসরি ডাউনলোড শুরু হবে আজকের পত্রিকাটি।
ডাউনলোড করতে সমস্যা হলে কি করবেন?
প্রিয় ভিজিটর আপনার যদি কোন পিডিএফ পত্রিকা বা কোন পিডিএফ বই বা কোন নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করা না গেলে বা সমস্যার সম্মুখীন হলেপোস্টের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Telegram, WhatsApp এবং Facebook এ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে। সুস্থ থাকুন ভালো থাকুন, নিয়মিত ভিজিট করতে থাকুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ
Keyword :
Daily Ittefaq PDF, Ajker Ittefaq PDF, Ittefaq Pdf, Ittefaq Epaper, BD Epaper, All Newspaper PDF, Epaper PDF Download, পত্রিকা পিডিএফ, Ittefaq পিডিএফ, আজকের পত্রিকা পিডিএফ, আজকের ই-পেপার পিডিএফ, দৈনিক Ittefaq পিডিএফ, আজকের Ittefaq ই-পেপার