অর্থনীতি উভয় পত্রের ২য় অধ্যায় Mcq | এইচএসসি পরীক্ষার প্রস্তুতি | educoxbd.com
অর্থনীতি উভয় পত্রের ২য় অধ্যায় Mcq | এইচএসসি পরীক্ষার প্রস্তুতি | educoxbd.com |
অর্থনীতি উভয় পত্রের ২য় অধ্যায় Mcq | এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
অর্থনীতি ১ম পত্রের ভোক্তা এবং উৎপাদকের আচরণ
২য় পত্রের বাংলাদেশের কৃষি নিয়ে এমসিকিউ।
পরিক্ষা: অর্থনীতি
[ বিদ্র : প্রতিটা প্রশ্নের মান ১
সময় : ৩০ মিনিট
পূর্ণমান : ৪০
1.অর্থের প্রান্তিক উপযোগ _
ক.ক্রমহ্রাসমান খ.ক্রমবর্ধমান গ.স্থির ঘ.চাহিদার উপর নির্ভরশীল
2.অধ্যাপক আলফ্রেড মার্শাল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
ক.হার্ভার্ড ইউনিভার্সিটি খ.টরেন্টো ইউনিভার্সিটি গ.অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘ.ক্যামব্রিজ ইউনিভার্সিটি
3.প্রান্তিক উপযোগ কয় ধরনের ?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ.৪
4.নিচের কোনটা স্থানগত উপযোগ ?
ক.তুলা হতে সুতা খ.ধান গ.সিল্কের শাড়ী ঘ.বাড়িঘর
5.প্রান্তিক উপযোগ শূন্য হলে _
ক.চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় খ. চাহিদা স্থির থাকে
গ. মোট উপযোগ সর্বোচ্চ হয় ঘ.উপযোগ বৃদ্ধি পায়
6."principle of economics" গ্রন্থের রচয়িতা কে ?
ক. এডাম স্মিথ খ. আলফ্রেড মার্শাল গ. অধ্যাপক রাগান & থমাস ঘ.কে ই বোর্ডিং
7.প্রথম চাহিদা রেখা অঙ্কন করা হয় কত সালে ?
ক.১৭০০ খ. ১৭৫০ গ.১৮৩০ ঘ.১৮৫০
8.সর্বপ্রথম চাহিদা রেখা অঙ্কনকারী কোন দেশের গণিতবিদ ?
ক.ব্রিটিশ খ. গ্রীক গ.ফরাসি ঘ.গ্রীস
9.স্বাধীন চলককে বলা হয় অপেক্ষকের -
ক.মান খ.যুক্তি গ.কোটি ঘ.কোনটাই নয়
10.সরলরেখার বিভিন্ন বিন্দুর ঢাল _
ক. বিভিন্ন খ.অভিন্ন গ. অসমান ঘ.কোনটাই নয়
11.ল্যাটিন শব্দ Acquas অর্থ কি ?
ক.চাহিদা খ.ভারসাম্য গ.সমান ঘ.স্থির
12. (Qd=a-bP) এখানে ঢাল কত ?
ক.a খ.-bp গ.-b ঘ.bp
13.কোন বাজারে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে বাজার ভারসাম্য নির্ধারিত হয়?
ক.পূর্ণ প্রতিযোগিতামূলক খ.অপূর্ণ প্রতিযোগিতামূলক গ.মনোপলি বাজারে ঘ.একচেটিয়া বাজারে
14.যোগানের নির্ধারক নয় কোনটি ?
ক.আবহাওয়ার প্রভাব খ.দ্রব্যের চাহিদা গ.বিজ্ঞাপন ঘ.দ্রব্যের নিজস্ব দাম
15.দামের সাথে যোগানের সম্পর্ক হলো
ক. সমমুখী খ. বিপরীতমুখী গ.ক এবং খ ঘ.কোনটাই নয়
16. (?= 10+5P) সমীকরণে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কি বসবে ?
ক.Qd খ.Qs গ.P ঘ.G
17.ভর্তুকি কে পায় ?
ক.সরকার খ.মন্ত্রীরা গ.কৃষক ঘ.কেউ পায় না
18.চিত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে?
ক.Ep < 1 খ.Ep > 1 গ.Ep = 1 ঘ.Ep = 0
19.চাহিদার বিশুদ্ধ স্থিতিস্থাপকতা বলা হয় কাকে ?
ক.একক স্থিতিস্থাপকতাকে খ.এককের অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতাকে
গ.এককের অপেক্ষা কম স্থিতিস্থাপকতাকে ঘ.অসীমের সমান স্থিতিস্থাপকতাকে
20.চাহিদার হ্রাসবৃদ্ধির জন্য কোনটা কারণ হিসেবে বিবেচিত
ক.দামের পরিবর্তন খ.দাম ছাড়া অন্য যে কোন কিছুর পরিবর্তন
গ.ভর্তুকির অভাবে ঘ. ক এবং গ
21.Ager কোন ভাষার শব্দ ?
ক.টিউটনিক খ.ল্যাটিন গ.ফার্সি ঘ.গ্রীক
22.জমির মালিকানার ভিত্তিতে খামারের আয়তন কত প্রকার ?
ক.২ খ.৪ গ.৬ ঘ.৮
23.BADC এর পূর্ণরূপ কি ?
ক.বাংলাদেশ পানি নিষ্কাশন কর্পোরেশন খ.বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
গ.বাংলাদেশ কৃষক-শ্রমিক কর্পোরেশন ঘ.বাংলাদেশ খাদ্য উৎপাদন কর্পোরেশন
24.কৃষিমন্ত্রণালয়ের তথ্য মতে সবজি উৎপাদন বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে কত তম ?
ক. ১ম খ.২য় গ.৩য় ঘ.৪র্থ
25.আমাদের দৈনন্দিন খাদ্যের প্রাণিজ আমিষের প্রায় কত % মৎস্য হতে ?
ক.২১% খ. ৩২% গ.৪৩% ঘ.৫৮%
26.বাংলাদেশের চিংড়ি পৃথিবীর প্রায় কয়টি দেশে রপ্তানি হয় ?
ক.৪০ খ.৫০ গ.৬০ ঘ.৭০
27.সমগ্র পৃথিবীতে মূল্যবান জলজ সম্পদ আখ্যা দেওয়া হয় কোনটিকে ?
ক.ছত্রাককে খ.ইলিশকে গ.গলদা চিংড়িকে ঘ.শাপলাকে
28.বিশ্বে আবিষ্কৃত ১০০ প্রজাতির চিংড়ির এক-চতুর্থাংশ রয়েছে
ক.বাংলাদেশে খ.ভারতে গ.যুক্তরাষ্ট্রে ঘ.সৌদি আরবে
29.কোন দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার ?
ক.১০ % খ. ১৫ % গ.২০ % ঘ.২৫ %
30.সামুদ্রিক মাছ আহরণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ?
ক.২৫ খ.১০ গ.১৫ ঘ.২০
31.বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় ?
ক. ৬৫ খ.১০ গ.৫০ ঘ.১৫
32.বাংলাদেশে উৎপাদিত মাশরুমের মধ্যে সারাবছর উৎপাদিত হয় কোনটি ?
ক.ঋষি খ.শিতাকে গ.ওয়েস্টার ঘ.মিল্কী
33.Biotechnology শব্দটা প্রথম কে প্রবর্তন করেন ?
ক.Marshall খ.Kerl Ereky গ.P.A Samuelson ঘ.Adam Smith
34.বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত ?
ক. ১০ একর খ.৯ একর গ.৪ একর ঘ.৩ একর
35.বাংলাদেশে কোন খাতের অবদান ক্রমশ কমছে ?
ক.নির্মাণ খ.কৃষি গ.সেবা ঘ.শিল্প
36.তুলা কোন ধরনের দ্রব্য ?
ক.মূলধনী খ.ভোগ্য গ.প্রাথমিক ঘ.মাধ্যমিক
37.বাংলাদেশের জনসাধারণের শতকরা কত জনের প্রধান পেশা কৃষি ?
ক.৬০% খ.৬৫% গ.৭০% ঘ.৮০%
38.কোন ধরনের কৃষিজ উৎপাদনে কৃষি জমির প্রয়োজন হয় না ?
ক.ধান খ.চা গ.পাট ঘ.মাশরুম
39."White Gold বা সাদা সোনা" নামে খ্যাত কোনটি ?
ক.পান খ.ইলিশ গ.চিংড়ি ঘ.লবণ
40.কোনটা HYV Technology ?
ক.উফশী প্রযুক্তি খ. তথ্য প্রযুক্তি গ.পরমাণু প্রযুক্তি ঘ.জৈব প্রযুক্তি
Answer
-------------------------
১.গ ২.ঘ ৩.গ ৪.গ ৫.গ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.খ
১১.গ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ
২১.খ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ঘ ৩০.ক
৩১.ক ৩২.গ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.গ ৪০.ক