বাংলা প্রথম ৩০টি Mcq [এইচএসসি ]
দুটি পদ্য এবং দুটি গদ্য নিয়ে আজকের
এমসিকিউ।
বাংলা প্রথম ৩০টি Mcq [এইচএসসি ]
পরিক্ষা: বাংলা
[ বিদ্র : প্রতিটা প্রশ্নের মান ১ ]
সময় : ২০ মিনিট
পূর্ণমান : ৩০
1.রোকেয়া শাখাওয়াত হোসেন মৃত্যু বরণ করে কত সালে ?
ক. ১৯৩৮ খ.১৯৩৩ গ.১৯২৭ ঘ.১৯৩২
2.রোকেয়া শাখাওয়াত হোসেন কতৃক রচিত গদ্যগ্রন্থ কোনটি?
ক.পদ্মারাগ খ.মৃত্যুক্ষুধা গ.মতিচূর ঘ.সুলতানার স্বপ্ন
3.আমরা কখন থেকে ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি ?
ক.পঁচিশ'শত বছর হইতে খ.আড়াইশত বছর হইতে গ. দেড়শত বছর হইতে ঘ.দু'শত বছর হইতে
4.রেশমকে স্থানীয় ভাষায় কি বলে ?
ক. মসৃ খ.লেটুচ গ. নাইলন ঘ.এন্ডি
5.পখাল শব্দের অর্থ কি ?
ক.পাখা খ.পান্তা গ.পখাল পাখি ঘ.লবণ
6.একখানা এন্ডি অবাধে কত বছর টেকে ?
ক.২৫ খ.৩০ গ.৩৫ ঘ.৪০
7.ইংরেজ বাচ্চার নাম কি ?
ক. লর্ড কার্যক খ.লর্ড করিম গ.লর্ড কারমাইকেল ঘ.মাইকেল কর্নওয়ালিস
8."আহবান" গল্পে লেখক কততম বারে খেজুরের চাটায়ে বসতে পেরেছে ?
ক.চতুর্থ খ.২য় গ.৩য় ঘ.১ম
9.আহবান গল্পের লেখক দ্বিতীয় বার গ্রামে আসে কোন মাসে ?
ক.কার্তিক খ.আষাঢ় গ. জৈষ্ঠ্য ঘ.আশ্বিন
10."আহবান" গল্পে বুড়ির স্বামীর নাম কি ?
ক. জাকির খ. আবেদ আলী
গ.জমির করাতি ঘ.চক্কোত্তি
11."আহবান" গল্পে বুড়ি কোন গাছের ছায়ায় বসা ছিল ?
ক.কাঁঠাল খ.আম গ.বেল ঘ.কলা
12."আহবান" গল্পের লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম কি ?
ক. করাতি খ. জমির গ.চক্কোত্তি মশায় ঘ.আবেদ
13."আহবান" গল্পে উল্লেখ নেই কোন চরিত্রের ?
ক.হাজরা বেটার বউ খ.নসর গ.দিগম্বরী ঘ.রুপম
14.দাওয়া শব্দের অর্থ কি?
ক.দরজা খ. জানালা গ.রোয়াক ঘ.ক এবং খ
15."আহবান" গল্পটি কেমন সম্পর্কের ?
ক.দূর আত্মীয়র প্রতির ভালবাসার
খ.পারস্পরিক সহযোগিতার
গ.মমতাময়ী সম্পর্কের
ঘ.উদার মানবিক সম্পর্কের
16.সুদর্শন অর্থ কি ?
ক.জমিদার খ.একজন চাষি গ.কবি নিজে ঘ.একটি পোকা
17.কাজী নজরুল ইসলাম কত সালে ৪৯নং বাঙালি পল্টনে যোগ দেয় ?
ক.১৯১৬ খ.১৯১৭ গ.১৯১৮ ঘ.১৯১৯
18.কন্দরে শব্দের অর্থ কি ?
ক.দলিল খ. জমি গ.সংবাদ ঘ.পর্বতের গুহা
19.কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করে কত সালে ?
ক.১৯৯৯ খ.১৮৯৪ গ.১৯৪১ ঘ.১৮৯৯
20.নির্জনতম কবি বলা হয় কাকে ?
ক.কাজী নজরুল ইসলাম খ.রবীন্দ্রনাথ গ.জীবনানন্দ দাশ ঘ.সুকান্ত ভট্টাচার্যকে
21.আবেস্তা একটি _
ক.ভাষা খ.ধর্মগ্রন্থ গ.ধর্ম ঘ.পাহাড়
22.কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ?
ক.আফ্রিকার খ.চীনের গ.গ্রীক ঘ.ফার্সি
23.জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন কে?
ক.রবীন্দ্রনাথ খ.বুদ্ধদেব বসু
গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
24."এই পৃথিবীতে এক স্থান আছে" কবিতায় কোন নদীর নাম উল্লেখ নেই ?
ক.পদ্মা খ.ধলেশ্বরী গ.যমুনা ঘ.কর্ণফুলী
25.মাল্যবান হলো একটি _
ক. ছোটগল্প খ.গদ্যগ্রন্থ
গ.কবিতাগ্রন্থ ঘ.উপন্যাস
26."এই পৃথিবীতে এক স্থান আছে" কবিতায় বারুণী থাকে কোথায় ?
ক. ধানের পাশে খ.লেবুর ডালে
গ.গঙ্গাসাগরের বুকে ঘ.অশত্থ গাছে
27.জীবনানন্দ দাশ মৃত্যু বরণ করে কত তারিখ ?
ক.২২ সেপ্টেম্বর খ.২২ অক্টোবর
গ.২২ ডিসেম্বর ঘ.২২ জানুয়ারি
28."এইখানে বসে ঈসা মুসা পেল _
ক.ধর্মের জয় খ.সবকিছু
গ.সত্যের পরিচয় ঘ.আসমানী কিতাব
29.জেরুজালেম কয়টি ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা ?
ক. ২ খ.৩ গ. ১ ঘ.৪
30.বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী বলা হয় কাকে ?
ক.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়কে
খ.কাজী নজরুল ইসলামকে
গ.রোকেয়া শাখাওয়াত হোসেন কে
ঘ.জীবনানন্দ দাশকে
Answer
-------------------------
১.ঘ ২.গ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.গ ১০.গ
১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.গ
২১.খ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.গ