একাদশ শ্রেণির আবেদন এর প্রাথমিক ফলাফল প্রকাশ [২০২০-২০২১ শিক্ষাবর্ষে ] | Educoxbd.com
প্রকাশিত হতে যাচ্ছে একাদশ শ্রেণির ভর্তির আবেদন এর প্রাথমিক ফলাফল - ২০২০
প্রতিবারের মতো এবার নির্দিষ্ট সময়ে আবেদন শুরু না হওয়ার কারণে ফলাফল ও ঠিকমতো তারিখ পিছিয়ে আছে। এবারের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আগষ্টের ৯তারিখ থেকে।প্রথম আবেদন শেষ হয়েছে গত ২১ তারিখ রাতের বেলায়। প্রাথমিক আবেদন এর রেজাল্ট পাওয়া যাবে ২৫ ই আগষ্ট ২০২০ রোজ সোমবার রাতে। এই কথা Xiclassadmission এর সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে কতৃপক্ষ।
আমরা জানি ইতোমধ্যে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক আবেদন এর সময় শেষ হয়েছে ২১ তারিখ।
যার প্রাথমিক ফলাফল ঘোষণা হচ্ছে ২৫ আগষ্ট রাত ৮টায়।
ফলাফল জানা যাবে এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে।
যারা আবেদন করেছে তাদের সবার মোবাইলে এসএমএস চলে যাবে অটোমেটিক। এসএমএস একই সময়ে যায় না। তাই কারও কারও এসএমএস পেতে একটু দেরি হবে। যাদের দেরি হবে তারা অনলাইনে দেখতে পারবেন খুব সহজেই।
চলুন দেখা যাক কিভাবে অনলাইনে দেখতে পারবেন আপনার আবেদন এর রেজাল্ট।
প্রথমে নিচের লিংক এ ক্লিক করে প্রবেশ করে নিন।
এবার ফলাফল এ ক্লিক করুন।
এবার নির্দিষ্ট ঘর গুলো সঠিকভাবে দিয়ে Submit এ ক্লিক করুন।
এবার ফলাফল দেখুন।
আপনার জন্য নিম্নের কলেজটি নির্বাচিত হয়েছে বলে লিখা থাকবে।