প্রকাশিত হয়েছে ইউজিসি পিএইচডি ফেলোশিপে আবেদনের বিজ্ঞপ্তি ২০২০ - আবেদন কার্যক্রম শুরু - Educoxbd Jobs

প্রকাশিত হয়েছে ইউজিসি পিএইচডি ফেলোশিপে আবেদনের বিজ্ঞপ্তি ২০২০ - আবেদন কার্যক্রম শুরু

প্রকাশিত হয়েছে ইউজিসি পিএইচডি ফেলোশিপে আবেদনের বিজ্ঞপ্তি  ২০২০ - আবেদন কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে ইউজিসি পিএইচডি ফেলোশিপে আবেদনের বিজ্ঞপ্তি  ২০২০ - আবেদন কার্যক্রম শুরু 



বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম- ২০২০-২১ এর আবেদনের জন্য আহবান করা হয়েছে। ইউজিসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আবেদনকারীকে অবশ্য পাবলিক বা সরকারী বিশ্ববিদ্যালয় কিংবা সরকারী কলেজ বা এমপিওভুক্ত কলেজের স্থায়ী শিক্ষক হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। ফেলোদেরকে এখানে সর্বক্ষণের জন্য রিসার্চের কাজে নিয়োজিত থাকতে হবে। ইউএসজি দ্বারা নির্বাচিত হলে কর্তৃপক্ষের থেকে ছুটি নিতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শর্তাবলী পূরণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশনস ডিভিশনের পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।
আবেদনের নীতিমালা, আবেদন ফরম এবং বিজ্ঞপ্তি পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইটে : www.ugc.gov.bd




প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়,  ইউজিসির পিএইচডি ফেলোশিপ এ বছর দেয়া হবে  পঞ্চাশ জনকে। যেখানে সরকারি  বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন, সরকারি কলেজ থেকে ১৫ জন, এমপিওভুক্ত কলেজ থেকে ৫ জন শিক্ষককে ফেলোশিপ দেবে ইউজিসি। এছাড়া ৩ জন মেধাবি শিক্ষার্থীও ফেলোশিপ পাবেন। নির্বাচিত সব ফেলো প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পাবেন।

ধন্যবাদ।
সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url