পৃথিবীর বৃহত্তর এবং ক্ষুদ্রতর ১০ দেশ সম্পর্কে জানুন | Educoxbd.com
জেনে নেয়া যাক আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দশটি দেশের নাম ও আয়তনঃ
বিশ্বের মানচিত্রে অনেক দেশ আছে ছোট বড় এবং মাঝারি তবে অনেকেই বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি সেটা জানে না এবং বিশ্বের বৃহৎতম দেশ কি তা জানেনা।তবে এ নিয়ে আনেক জানা অজানা অনেক তথ্য আছে যা অনেকেই জানে না।
ছোট দেশ হওয়ার কারণে পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে বাংলাদেশকে দেখতে অনেক কষ্টই করতে হয়।তবে যদি এমন হয় যে বাংলাদেশের আয়তন থেকে যদি এক হাজার ভাগের একভাগ বা তারও কম, তাকে কি বলা যেতে পারে। এমন দেশ ও আছে যে যার আয়তন এক বর্গ কিলোমিটার কম।এবং বিশ্বের সর্ব বৃহৎ দেশ আছে যা পৃথিবীর ১১% জায়গা দখল করে আছে।
রাশিয়াঃ বিশ্বের সর্ব বৃহৎ দেশ হিসাবে রাশিয়া হল সব থেকে বৃহৎ দেশ।এবং এর পূর্বের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন।রাশিয়ার আয়তন প্রায় ১৭,০৯৭ ,১৪৩ কিঃমিঃ। যা পৃথিবীর ১১% জায়গা দখল করে আছে।
কানাডাঃ বিশ্বের অন্যতম প্রিয় দেশ হল কানাডা যা সবার কাছে প্রিয়।এবং বাংলাদেশের অনেক মানুষ আছে যারা কানাডাতে বস-বাস করে। যার আয়তন হল ৯,৬২৯,০৯১ কিঃমিঃ এবং যা নাকি বিশ্বের দ্বিতীয় বৃহৎ রাস্ট্র হিসাবে ধরা হয় যা পৃথিবীর আয়তনের ৬.৫% জায়গা দখল করে আছে।
যুক্তরাষ্ট্র আমেরিকাঃ আমেরিকা United States বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলা যেতে পারে।পৃথিবীর আয়তনে যাকে তৃতীয় বলা যেতে পারে।যার আয়তন হচ্ছে ৯,৬২৯,০৯১ বর্গকিলোমিটার। যা পৃথিবীর ৬.৫% জায়গা দখল করে আছে।
চীনঃ চীন হল জনসংখ্যার দিক থেকে বিশ্বের এক নম্বরে আয়তনে চীনের অবস্থান চতুর্থ। চীন এর ৯,৫৯৮,০৯৪ বর্গকিলোমিটর যা পৃথিবীর ৬.৪% জায়গা দখল করে আছে।
ব্রাজিলঃ পাঁচ নম্বরে আছে বাংলাদেশের একটি জনপ্রিয় দেশ ব্রাজিল যা ফুটবল জগতে সবার কাছে জনপ্রিয়।যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড়। এবং এর আয়তন ৮,৫১৪,৮৭৭ কিঃ মিঃ। যা পৃথিবীর ৫.৭% জায়গা দখল করে আছে।
অস্ট্রেলিয়াঃ অস্ট্রেলিয়া মহাদেশ হলেও। ভিন্ন ভাবে একটি রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছে অনেক।আর দেশ অনুসারে অস্ট্রেলিয়ার আয়তন ৭,৬৯২,০২৪ কিঃ মিঃ। যা পৃথিবীর ৫.২% জায়কা দখল করে আছে।
ভারতঃ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত এশিয়ার অন্যতম দেশ।আয়তনে এটি প্রায় ৩,২৮৭,২৩৬ বর্গকিলোমিটার।যা পৃথিবীর আয়তনের ২.৩%।
আর্জেন্টিনাঃ বাংলাদেশের একটি জনপ্রিয় দেশ আর্জেন্টিনা যা ফুটবল জগতে সবার কাছে জনপ্রিয়।এবং এর আয়তন ২,৭৮০,৪০০ বর্গকিলোমিটার। যা কিনা পৃথিবীর আয়তনের ২% জায়গা দখল করে আছে।
কাজাকিস্থানঃ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাখস্তান ধরা যেতে পারে।কাজাখস্তান হল উরোপের পাশ্ববর্তী একটি রাস্ট্র।যার আয়তন হল প্রায় ২,৭২৪,৯০০ বর্গকিলোমিটার।যা পৃথিবীর ১.৮% জায়গা দখল করে আছে।
আলজেরিয়াঃ আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বলা যেতে পারে এবং যা আয়তনের দিক থেকে দশম।বর্গকিলোমিটার।যা পৃথিবীর ১.৬% জায়গা দখল করে আছে।
World Maps |
জেনে নেয়া যাক আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দশটি দেশের নাম ও আয়তনঃ
ভ্যাটিকানঃ তালির রাজধানী রোম শহরের মধ্যে মধ্যে ঢুকে পড়েছে দেশটি সেটি হল ভ্যাটিকান সিটি বা হোলি সিটি নামে সবার কাছে পরিচিত।ভ্যাটিকান এর অবস্থান ইতালি এবং আয়তন : ০.৪৪ বর্গ কিলোমিটার।
মোনাকোঃ ফ্রেঞ্চ রিভিয়েরায় অবস্থিত মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ।মোনাকো যার অবস্থান ইউরোপ, ফ্রান্স এবং যার আয়তন ২ বর্গ কিলোমিটার।দেশটিতে বাস করে প্রায় ৩৬,০০০ মানুষ।
নাউরুঃ অস্ট্রেলিয়া মহাদেশের আরও একটি ছোট দেশের মধ্যে জায়গা করে নিয়েছে এই নাউরু।এর অবস্থান অস্ট্রেলিয়া এবং এর আয়তন ২১ বর্গ কিলোমিটার।
টুভালুঃ অস্ট্রেলিয়ার দ্বীপ রাষ্ট্রটিতে দেশ টুভালু বাস করে ১০ হাজার মানুষ।যার অবস্থান অস্ট্রেলিয়া এবং আয়তন ২৬ কিলোমিটার।
সান ম্যারিনোঃ সান ম্যারিনো শান্তি প্রিয় দেশ।এবং বাংলাদেশের চেয়ে প্রায় ২৪০০ গুন ছোট দেশটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্র।সান ম্যারিনো যার অবস্থান ইউরোপ, ইতালিতে এবং যার আয়তন ৬১ বর্গ কিলোমিটার।
লিচেনস্টাইনঃ লিচেনস্টাইন দেশটি বাংলাদেশের ৯০০ ভাগের একভাগ।লিচেনস্টাইন যার অবস্থান ইউরোপ এবং এর আয়তন ১৬০ বর্গ কিলোমিটার।
সেইন্ট কিটস্ ও নেভিসঃ ক্যারিবিয়ান দ্বীপের আরও দুটি দ্বীপ সেইন্ট কিটস্ ও নেভিস বিশ্বের ১০টি ছোটো দেশের তালিকায় জায়গা করে নিয়েছে।সেইন্ট কিটস্ ও নেভিস যার অবস্থান ক্যারিবিয়ান আইল্যান্ড আর এর আয়তন ২৬১ বর্গ কিলোমিটার।
মালদ্বীপঃ ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ।রয়েছে ১,১৯২টি প্রবালদ্বীপ।৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা বিস্তার এর।মালদ্বীপ যার অবস্থান ভারত মহাসাগর আয়তন হল ৩০০ বর্গ কিলোমিটার।
মালটাঃ ভূমধ্যসাগরীয় দ্বীপের অতি ক্ষুদ্র দেশ মালটা।মালটার অবস্থান ভূমধ্যসাগ এর এবং আয়তন হল ৩১৬ বর্গ কিলোমিটার।
সাধারণ জ্ঞান প্রস্তুতি সহ যে কোন প্রতিযোগিতামুলক পরিক্ষার প্রস্তুতি নিতে যোগ দিন আমাদের ফেইসবুক গ্রুপে 👉