HSC অর্থনীতির উভয় পত্রের শেষের দুই অধ্যায়ের উপর MCQ প্রশ্নোত্তর ৩০টা।
অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
HSC অর্থনীতির উভয় পত্রের শেষের দুই অধ্যায়ের উপর MCQ প্রশ্নোত্তর ৩০টা।
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিন ।।
নিজে নিজে যাচাই করে নিন আপনার প্রস্তুতি কেমন তা।
আজকে নিয়ে আসলাম অর্থনীতির ১ম এবং ২য় উভয় পত্রের শেষের দুই অধ্যায়ের উপর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০টা।
নিচের থেকে পড়ুন
একদম শেষে উত্তর দেওয়া আছে।
1.সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীলনকশা প্রস্তুত করা হয়েছে কোথায় ?
ক.রাশিয়া খ.বাংলাদেশে গ.সোভিয়েত ইউনিয়ন ঘ.চীন
2.প্রক্ষিত পরিকল্পনার বাস্তবায়নের সময়সীমা হচ্ছে
ক.১০-১৯ বছর খ.৫-২০বছর গ.১০-২০ বছর ঘ.১০-২৫ বছর
3.ব্রিজ বা সংযোগস্থল বলা হয় কোনটিকে?
ক.স্বল্পমেয়াদী পরিকল্পনা খ.দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ.মধ্যমেয়াদী পরিকল্পনা ঘ.প্রেক্ষিত পরিকল্পনা
4.যে পরিকল্পনায় অর্থনীতির প্রতিটি খাতের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়
ক. কেন্দ্রীয় পরিকল্পনা খ.বিকেন্দ্রীয় পরিকল্পনা গ.প্ররোচিত পরিকল্পনা ঘ.সমাজতান্ত্রিক পরিকল্পনা
5.অনুন্নত দেশসমূহে সর্বাধিক জনপ্রিয় পরিকল্পনা কোনটা?
ক.দীর্ঘমেয়াদি খ.মধ্যমেয়াদী গ.স্বল্পমেয়াদী ঘ.কোনটাই নয়
6.কার মতে বাস্তবায়ন ও মূল্যায়নের দিক থেকে সবচেয়ে আদর্শ পরিকল্পনা "পঞ্চবার্ষিক পরিকল্পনা"
ক.এডাম স্মিথ খ.অধ্যাপক.আরভিং স্কট গ.প্রফেসর.ওয়াকার ঘ.ড.হেনস রাজ
7. ADP এর পূর্ণ অভিব্যক্তি কি ?
ক.Aggressive Development Programme খ.Annual Development Plan গ.All Development Plan ঘ.Aggressive Development Plan
8.ঘূর্ণায়মান পরিকল্পনায় প্রতিবছর কয়টি নতুন পরিকল্পনা প্রতিস্থাপিত হয় ?
ক.১ খ.২ গ.৩ ঘ.৪
9.প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য হলো
i.জনগণের অর্থনৈতিক অভাব দূর করা
ii.সমাজের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন
iii.বৈদেশিক সম্পর্ক অটুট রাখা
নিচের কোনটি সঠিক
ক.i & ii খ.ii & iii গ. i,ii & iii ঘ.i & iii
10.স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশে কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ?
ক.৫ খ.৬ গ.৭ ঘ.৮
11.বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি ?
ক.ব্যাংক অব ইংল্যান্ড খ.ব্যাংক অব ভেনিস গ.শান্সী ব্যাংক ঘ.সুইচ ব্যাংক
12.Bank শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ?
ক.ল্যাটিন খ.গ্রিক গ.জার্মানি ঘ.ফার্সি
13.আরভিং ফিসারের বিনিময় সমীকরণ MV=PT
এখানে V মানে কি ?
ক.মোট বিহিত মুদ্রা খ.লেনদেনের পরিমাণ গ.অর্থমূল্য ঘ.অর্থের গড় প্রচলন গতি
14.M=500,V=3,T=15 হলে P = কত হবে ?
ক.50 খ.100 গ.200 ঘ.250
15."Principle of Political Economy"এর লেখক কে?
ক.অধ্যাপক,স্যামুয়েলসন খ.অধ্যাপক আরভিং ফিসার গ.সিমন নিউকম্ব ঘ.ই.এইচ চেম্বারলিন
16.নগদ অর্থের চাহিদা কয়টি উদ্দেশ্যে সৃষ্টি হয় ?
ক.২ খ.৩ গ.৪ ঘ.৫
17.আমানত কয় ধরনের ?
ক.১ খ.২ গ. ৩ ঘ.৪
18."অর্থ যা ক্রয় করে তাই অর্থমূল্য " কে বলেছেন ?
ক.অধ্যাপক.এইচ.এম চেইন খ.অধ্যাপক.জে.এল হ্যানসেন গ.অধ্যাপক.কে.ই.আই বেন্স ঘ.অধ্যাপক.এ.এইচ চেম্বারলিন
19."নিকাশঘর" কোন ব্যাংকের কার্যাবলির মধ্যে অন্তর্ভুক্ত ?
ক.বিশেষ ব্যাংক খ.কেন্দ্রীয় ব্যাংক গ.বাণিজ্যিক ব্যাংক ঘ.কৃষি ব্যাংক
20.কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ নয় কোনটি ?
ক.ঋণ নিয়ন্ত্রণ খ.মুদ্রা-মান সংরক্ষণ গ.মুদ্রা বাজার পরিচালনা ঘ.ঋণদাতা ও তদারকি
21.CSR এর পূর্ণ অভিব্যক্তি কি ?
ক.Citizens Social Responsibility খ.Corporate Social Responsibility গ.Corporate Social Regard ঘ.Citizens Social Report
22.অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো
i.ক্রেতাকে লাইনে দাঁড়াতে হয় না
ii.SMS এর মাধ্যমে লেনদেন
iii.কম্পিউটার দ্বারা প্রবেশ সহজ
নিচের কোনটি সঠিক
ক.i & ii খ.ii & iii গ.i & iii ঘ.i,ii & iii
23.অসীম বিহিত মুদ্রা হলো
i.2.00
ii.20.00
iii.0.05
ক.i খ.ii গ. iii ঘ.i & ii
24.বাংলাদেশ ব্যাংকের প্রধান কে ?
ক.প্রধানমন্ত্রী খ.প্রসিডেন্ট গ.গভর্নর ঘ.মহাপরিচালক
25.বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ হয় কখন ?
ক.১৯৭৬ সালের ১২ই জুন খ.১৯৭৭ সালের ১৮ জুন গ.১৯৭৮ সালের ৩০ জুন ঘ.১৯৭৯ সালের ৩০ জুন
26.বাংলাদেশের প্রথম দ্বি-বার্ষিক পরিকল্পনায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল
ক.৪.৫০ ভাগ খ.৫.৬০ ভাগ গ.৭.৭০ ভাগ ঘ.৪.৩০ ভাগ
27.বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে নেওয়া হয়েছে ?
ক.১৯৯৫ খ.১৯৯০ গ.১৯৯৭ ঘ.২০০২
28.প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ছিল ?
ক.৪র্থ খ.৫ম গ.৬ষ্ঠ ঘ.৭ম
29.SDG এর পূর্ণ অভিব্যক্তি কি?
ক. Sector Devison Goal খ.Super Development Goal গ.Sustainable Develop Goals ঘ.Sustainable Development Goal
30.বুলেট রেল চালুর ঘোষণা করা হয়েছে কোন পরিকল্পনায় ?
ক.৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় খ.দ্বি-বার্ষিক পরিকল্পনায় গ.৬ষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনায় ঘ.৩য় পঞ্চবার্ষিক পরিকল্পনায়
Answer
-------------
১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ক ১০.গ
১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.ঘ
২১.খ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.ঘ ৩০.ক