একাদশ এর ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন সিলেবাস প্রকাশ [ বাংলা সাহিত্য] - Educoxbd Jobs

একাদশ এর ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন সিলেবাস প্রকাশ [ বাংলা সাহিত্য]




একাদশ এর বাংলা সাহিত্য নতুন সিলেবাস প্রকাশ করেছে জাতীয় পাঠ্য পুস্তক শিক্ষা বোর্ড ঢাকা।

২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন সিলেবাস প্রকাশ করেছে জাতীয় পাঠ্য পুস্তক শিক্ষা বোর্ড।
সেপ্টেম্বর এর ৩০ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড কতৃপক্ষ।
নোটিশে দেখা গেছে অনেক পরিবর্তন সাধিত হয়েছে তবে তার মধ্যে বেশি পরিবর্তন দেখা গেছে পদ্যে ।
পূর্বের কিছু গদ্য এবং পদ্য পরিবর্তন করে যোগ করা হয়েছে নতুন গদ্য এবং পদ্য।

গদ্যে যোগ এবং বিয়োগ হয়েছে মাত্র ৪টা।
নতুন সিলেবাসে গদ্যের মধ্যে রয়েছে

1.বাঙালির নব্য লেখকদিগের প্রতি নিবেদন
লেখক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

2.অপরিচিতা
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর

3.বিলাসী
লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

4.গৃহ
লেখক : রোকেয়া শাখাওয়াত হোসেন

5.আহবান
লেখক : বিভূতিভূষণ বন্দোপ্যাধ্যায়

6.আমার পথ
লেখক : কাজী নজরুল  ইসলাম

7.মানব কল্যাণ
লেখক : আবুল ফজল

8.মাসি পিসি
লেখক : মানিক বন্দোপাধ্যায়

9.বায়ান্নর দিনগুলি
লেখক : শেখ মুজিবুর রহমান

10.রেইনকোট
লেখক : আখতারুজ্জামান ইলিয়াস

11.মহাজাগতিক কিউরেটর
লেখক : মুহাম্মদ জাফর ইকবাল

12.নেকলেস
লেখক : গী দ্য মোপাঁসা

পরিবর্তন কি কি হয়েছে ?

বিড়াল গল্পের পরিবর্তে নতুন করে সংযোজন করা হয়েছে একই লেখকের  "বাঙালির নব্য লেখকদিগের প্রতি নিবেদন"
জীবন ও বৃক্ষ প্রবন্ধ লেখক মোতাহার হোসেন চৌধুরী এর পরিবর্তে নতুন সংযোজন করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লিখা "বিলাসী"।
রোকেয়া শাখাওয়াত হোসেন এর চাষার দুঃখ প্রবন্ধ এর পরিবর্তন করে যোগ করা হয়েছে তারই লিখা গৃহ প্রবন্ধ।
লেখক আনিসুজ্জামান এর "জাদুঘরে কেন যাব" বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে আবুল ফজলের লিখা "মানব কল্যাণ"।

পূর্বের বইয়ে ছিলনা এই রকম নতুন গদ্য যোগ করা হয়েছে দুটি "বাঙালির নব্য লেখকদিগের প্রতি নিবেদন" এবং "গৃহ"।

পদ্যে যোগ এবং বিয়োগ হয়েছে ৬টা।

নতুন সিলেবাসে পদ্যের মধ্যে রয়েছে

1.বিভীষণে’র প্রতি মেঘনাদ
লেখক : মাইকেল মধুসূদন দত্ত

2.সোনার তরী
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর

3.বিদ্রোহী
লেখক : কাজী নজরুল ইসলাম

4.প্রতিদান
লেখক : জসীমউদ্দিন

5.সুচেতনা
লেখক : জীবনানন্দ দাশ

6.তাহারেই পড়ে মনে
লেখক : সুফিয়া কামাল

7.পদ্মা
লেখক : ফররুখ আহমদ

8.আঠারো বছর বয়স
লেখক : সুকান্ত ভট্টাচার্য

9.ফেব্রুয়ারী ১৯৬৯
লেখক :শামসুর রহমান

10.আমি কিংবদন্তির কথা বলছি
লেখক :আবু জাফর আব্দুল্লাহ

11.নুরুলদীনের কথা মনে পড়ে যায়
লেখক :সৈয়দ শামসুল হক

12.ছবি
লেখক :আবু হেনা মোস্তফা কামাল

পদ্যে কি কি পরিবর্তন করা হয়েছে  জেনে নিই
মোট পদ্য পরিবর্তন করা হয়েছে ৬টা
বাকিগুলো ঠিকই আছে

রবীন্দ্রনাথ ঠাকুর এর ঐকতান কবিতা বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে সোনার তরী কবিতা।

আবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সাম্যবাদী কবিতা বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে বিদ্রোহী কবিতা।

জীবনানন্দ দাশ এর লিখা এই পৃথিবীতে এক স্থান আছে কবিতা বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে সুচেতনা।

আহসান হাবীব এর লিখা সেই অস্ত্র কবিতা বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে ফররুখ আহমদ এর পদ্মা কবিতা।

দিলওয়ার এর লিখা রক্তে আমার অনাদি অস্তি   কবিতা এবং আল মাহমুদ এর লিখা লোক লোকান্তর কবিতা বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করা হয়েছে আবু হেনা মোস্তফা কামাল এর লিখা  ছবি এবং জসীমউদ্দিন এর লিখা  প্রতিদান  কবিতা

নতুন সিলেবাস এর সম্পূর্ণ
বিস্তারিত নোটিশ টা নিচে দেখুন :




New Syllabus Published 2020 - 2021 Session of Xi Class.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url