পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | BD Police New Jobs Circular Published 2020
পুলিশের চাকরির খবর প্রকাশ।
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। BD police Jobs circular published 2020
পুলিশ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি । (H.S.C) এইচএসসি পাশে সরাসরি ( এএসআই ) বা সহকারী সাব ইনস্পেকটর
অবশেষে বাংলাদেশের পুলিশ এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হলো
অন্য দিকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে।
নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।।
গত ৮ এ মার্চ ২০২০ তারিখ এ বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট ৫ টি বিভিন্ন পদে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । যার মধ্যে একটি পদ ছিল পুলিশ এর এ এস আই বা সহকারী সাব ইনস্পেকটর ।
সার্কুলার টা দেখুন :
উক্ত সার্কুলার এ আবেদন করার শেষ তারিখ গত ৫ এপ্রিল ২০২০ পর্যন্ত ছিল । কিন্তু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে এর সময় বারিয়ে আগামী ১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত করা হয়েছে ।
সরাসরি পুলিশ এর যে, সাব ইনস্পেকটর পদে সার্কুলার হয় সেটি থেকে এই সার্কুলার কিছুটা আলাদা।
যেমন : সাধারণ সার্কুলার এ দেয়া সরাসরি সাব ইনস্পেকটর পদ এ যোগদান করার পর তাদের কে দেশের বিভিন্ন থানা সহ যে কোন কাজের দায়িত্ব দেয়া হয় ।
আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর এর পদ টি শুধুমাত্র চট্টগ্রাম বন্দর এর বিভিন্ন নিরাপত্তা জনিত কার্যক্রম এর জন্য নিয়োগ দেয়া হবে ।
সরাসরি সাব ইনস্পেকটর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিকট সহকারী সাব ইনস্পেকটর পদের মধ্যে বিশেষ কিছু পার্থক্য জেনে নিন :
1.সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক বা সমমান থাকতে হবে –
অন্যদিকে চট্টগ্রাম বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচ এস সি সম্পূর্ণ করা প্রার্থী থেকে আবেদন করা যাবে ।
2.সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৯ থেকে সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন করা যায়।
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে ।
3.সরাসরি সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৪ ইঞ্চি হলে আবেদন করা জায় –
অন্যদিকে বন্দর এর সহকারী সাব ইনস্পেকটর এর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে ।
4.সরাসরি সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।
এবং অন্যদিকে সহকারী সাব ইনস্পেকটর দের মুল বেতন – জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেড এর বেতন থেকে শুরু হবে ।
এই হলো বিশেষ কিছু পার্থক্য এছাড়াও আরো ছোট খাটো কিছু পার্থক্য রয়েছে যা আপনারা সার্কুলার দেখলেই বুঝতে পারবেন ।
এবং উক্ত পদে সকল জেলার প্রার্থী ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন –
আবেদন করার নিয়ম অনুযায়ী :
www.jobscpa.org এই ওয়েবসাইট এ প্রবেশ করার পর নির্দিষ্ট পদবী টি সিলেক্ট করার পর
একটি ফর্ম আসবে সেটি সঠিক ভাবে বাংলা এবং ইংরেজি তে পূরণ করতে হবে।
তারপর আবেদন এর হার্ড কপি সহ ব্যাংক ড্রাফট করার একটি পেজ পাবেন সেটি প্রিন্ট করে ব্যাংক ড্রাফট করতে হবে ।
বিস্তারিত সার্কুলার এ দেখুন ।
Download : সার্কুলার টা ডাউনলোড করুন
Bd jobs circular police jobs.
New jobs circular published recently in educoxbd.