Causative verb কি ? - Causative verb নিয়ে বিস্তারিত আলোচনা জেনে নিই - Educoxbd Jobs

Causative verb কি ? - Causative verb নিয়ে বিস্তারিত আলোচনা জেনে নিই

 আজকের এই টিউটোরিয়াল এ 

একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে Causative verb। 

আমার আজকের আলোচনা Causative verb নিয়ে।


Causative verb এর অর্থ হলো প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করানোই হলো Causative verb । যেমন, মা তাঁর শিশুকে খাওয়াচ্ছেন। মা তাঁর শিশু কে চাঁদ দেখাচ্ছেন। এবার বুঝলেন তো???

আসল কথায় আসি.


কিছু Causative Verb আসে এগুলো সরাসরি কোনো বাক্যে ব্যবহার করা হয়।

যেমন, know(জানা)- inform (জানানো), See(দেখা)-Show(দেখানো),Remember(মনে করা)-Remind(মনে করানো),Dive(ডুব দেয়া)-Dip(ডুবানো),Drink(পান করা)-Drench(পান করানো),Rise(ওঠা)-Raise(ওঠানো), Lie(শুয়ে পড়া)-lay(শুয়ে পরানো)

তাহলে Do, go, play, Draw, fly, find,Hold (etc) এর Causative verb কি কি??? আসল কথা এসব verb এর Causative হয় না। হ্যা, যেসব verb এর causative verb হয় না সেসব verb এর Causative করার জন্য Make,get, have,let এবং help এই ৫ টা verb ব্যবহার করে থাকি। এই ৫ টা verb এর ব্যবহার পর্যায়ক্রমিকভাবে নিচে Discuss করা হলো :


Rule-1:

sub+make/made+ব্যক্তি/বস্তু+Base form

Example:

1.I MADE him DO the work(আমি তাকে দিয়ে কাজ টা করিয়েছিলাম)

2.The judje MADE the police RETURN me my driver's license(বিচারকটি আমার ড্রাইভিং লাইসেন্স আমাকে ফেরত দিতে পুলিশটিকে বাধ্য করলেন)।

3.The dog MADE the cat CLIMB the tree quickly(কুকুরটি বাধ্য করলো বেড়ালটিকে গাছটিতে তাড়াতাড়ি বেয়ে উঠতে)

4.Manager MAKES him FINISH the daily report each day before he goes home(ম্যানেজার বাধ্য করলেন তাকে শেষ করতে প্রতিদিনের রিপোর্ট সে বাড়ী যাবার আগে)>

5. Our teacher MAKES us SUBMIT our homework to him everyday.(আমাদের শিক্ষক আমাদের বাধ্য করেন প্রতিদিন তাঁর কাছে আমাদের বাড়ীরকাজ জমা দিতে)।


Rule-2:

Let দ্বারা কাউকে অনুমতি দেয়া বা করতে দেয়া বুঝায়।

Sub+let+ব্যাক্তি/বস্তু+let(base form)

Exmaple:

1.Tamim's dad LET him PLAY (তামিমের বাবা তাকে খেলার অনুমতি দিলেন)

2.Our boss LET us LEAVE the meeting early.(আমাদের বস আমাদেরকে জলদি জলদি সভা ত্যাগ করার অনুমতি দিলেন)।

3.Maneger LET him LEAVE early from work. (ম্যানেজার তাকে কাজ থেকে আগে আগেই যেতে দিলেন)।

4.They are going to LET me ENTER the ancient text archives to do research.

5.Amin LET his son GO to the concert. (আমিন তাঁর ছেলেকে কনসার্টে যাবার অনুমতি দিলেন)।


Rule-3:

Sub+HELP+ব্যাক্তি/বস্তু+Verb(base form/infinitive)

Example:

1. These stories always HELP him SLEEP better.(এই গল্প গুলো সবসময় তাকে আরো ভালো ঘুমাতে সাহায্য করে)

2.We should HELP Jennifer STUDY for her final exam.(final পড়িক্ষার জন্য জেনিফারকে পড়াশুনা করতে আমাদের সাহায্য করা উচিত)

3.Lisa HELPED her mom FOLD the clothes (লিসা তার মাকে জামাগুলো ভাজ করতে সাহায্য করেছিল)

[N.B: Help এর পর ব্যাক্তি বা বস্তু যাই থাকুক না কেন হয় verb এর Base form

না হয় Infinitive হবে]


Rule-4:

Get/Got

sub+get/got+ব্যাক্তি+to verb

sub+get/got+বস্তু+V3


Rule-5

Have/Has/Had

sub+Have/Has/had+ব্যাক্তি+V(base form)

sub+Have/Has/Had+বস্তু+V3


একটু খেয়াল করুন get এর পর ব্যক্তি থাকলে to+verb হয়। আর Have এর পর ব্যাক্তি থাকলে verb এর base form হয়। কিন্তু get বা Have এর পর বস্তু থাকলে V3 হয়।দুটো নিয়ম প্রায় এক হওয়ার কারণে অনেকেই এই ভুলটা করেন যে get এর পর ব্যাক্তি থাকলে verb এর base form আর Have এর পর ব্যাক্তি থাকলে To+verb বসিয়ে দেন।

 It's absolutely wrong.

মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি।

get এর শেষের যে অক্ষর টা আসে সেটা হলো T তাই Get এর পর ব্যাক্তি থাকলে To+verb হবে। আর Have লিখতে চার টা অক্ষর লাগে। H A V E আর Base লিখতেও চার টা অক্ষর লাগে, B A S E। আর তাই Have এর পর ব্যাক্তি থাকলে Verb এর Base Form বসে। 

এখন প্রশ্ন হলো বস্তু থাকলে কি হবে?   

get আর Have এর পর বস্তু থাকলে V3 হবে।।

বুঝা গেলো তো ?


একটু Example দেখি :

1.Karim GOT a Mechanic TO REPAIR his car yesterday.

2.Karim GOT his CAR REPAIRED yesterday

3.Karim HAD a Mechanic REPAIR his car

4.Karim HAD his CAR REPAIRED by a mechanic.


এখন কথা হচ্ছে কিভাবে আমরা causative verb সমাধান করবো।

সেটা হলো Make,Let,Help,Get , Have এই পাঁচটা verb এর পর দেখবো ব্যাক্তি নাকি বস্তুর নাম দেওয়া আসে। সে অনুযায়ী নিয়ম এর মধ্যে apply করলে ans বের হয়ে আসবে। চলুন নিচের practice গুলো মন দিয়ে দেখি


1. Our teacher makes us.........very hard.

a) to work

b) work

c) working

d) worked

ব্যাখ্যা: আমি বলেছিলাম make/made এর পর দেখবো ব্যাক্তি নাকি বস্তু আসে। এখানে আসে us মানে আমাদের। তাহলে ব্যাক্তি। Rules অনু্যায়ী make/made এর পর ব্যাক্তি বা বস্তু থাকলে verb এর Base form বসে। এখন কথা হচ্ছে Verb এর Base form টা কি??? verb এর Base form হলো কোনো verb এর সাথে s/es/ing/ed যুক্ত হতে পারবে না। অথবা কোনো verb এর পূর্বে To সহ কোনো preposition যুক্ত হতে পারবে না। সে অনু্যায়ী a বাদ যেহেতু ing/ed যুক্ত হতে পারবে না c,d বাদ answer হলো: b) work


2.He didn't let me___guitar.

a)play

b)to play

c)playing

d)played


ব্যাখ্যা: let এর পর ব্যাক্তি বা বস্তু থাকলে Base form বসে। let me মানে ব্যাক্তি সুতরাং answer: a- play


আশা করি সবাই এতক্ষনে বুঝতে পেরেছ


আসো এবার Shortcut শিখি

Make/have/help+let+ person= v1

have/get+ thing= v3

help/make/let+ person /thing = v1

get+ person = to+v1


To get more admission tips on English please don't forget to subscribe on notification bell icon.



Tag : causative verb, what is causative verb ?,  causative ভার্ব কি , causative verb কি ? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url