চবি খ এবং ঘ ইউনিট নিয়ে বিস্তারিত জানুন | CU B And D Unit Info - Educoxbd Jobs

চবি খ এবং ঘ ইউনিট নিয়ে বিস্তারিত জানুন | CU B And D Unit Info

 



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। 


বি এবং ডি ইউনিট চ.বি 


এইচএসসি পরীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে পরীক্ষা দিবেন তা নিয়ে কনফিউজড?? কম সময়ে নিজের আসনটি নিশ্চিত করতে এই ২টা ইউনিটের বিকল্প নেই। প্রথমে এই ২ টা ইউনিট সম্পর্কে জেনে নি।


ডি ইউনিট ( বিভাগ পরিবর্তন ইউনিট)

মোট আসন সংখ্যা-১১৮১


মানবিকের জন্য মোট আসন-৩১৫(সমাজবিজ্ঞান অনুষদ)+৩৩(বিবিএ)+২৬(জীববিজ্ঞান অনুষদ)

 অর্থনীতি-৪০

 রাজনীতি বিজ্ঞান-৫৩

 সমাজতত্ত্ব-৫৩

 লোকপ্রশাসন-৫৩

 নৃবিজ্ঞান-৩৪

 আন্তর্জাতিক সম্পর্ক-৩৪

যোগাযোগ ও সাংবাদিকতা-২৪

 ডেভেলপমেন্ট স্টাডিজ-১২

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স-১২

একাউন্টিং-০৬

ম্যানেজমেন্ট-০৫

ফিন্যান্স-০৬

মার্কেটিং-০৬

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-০৫

ব্যাংকিং -০৫

ভূগোল ও পরিবেশবিদ্যা-১০

মনোবিদ্যা -১৬


বিজ্ঞানের জন্য মোট আসন-৩৪১(সমাজবিজ্ঞান
অনুষদ)+১৫৯(বিবিএ)


অর্থনীতি-৬৬

রাজনীতি বিজ্ঞান-৫৩

সমাজতত্ত্ব-৫৩

লোকপ্রশাসন-৫৩

নৃবিজ্ঞান-৩৪

আন্তর্জাতিক সম্পর্ক-৩৪

যোগাযোগ ও সাংবাদিকতা-২৪

ডেভেলপমেন্ট স্টাডিজ-১২

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স-১২

একাউন্টিং-১১

ম্যানেজমেন্ট-৪০

ফিন্যান্স-১১

মার্কেটিং-২৭

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-৪৫

ব্যাংকিং -২৫


ব্যবসায় শিক্ষার জন্য মোট আসন-১৬২(সমাজবিজ্ঞান অনুষদ)


অর্থনীতি-২৬

রাজনীতি বিজ্ঞান-২৬

সমাজতত্ত্ব-২৬

লোকপ্রশাসন-২৬

নৃবিজ্ঞান-১৭

আন্তর্জাতিক সম্পর্ক-১৭

যোগাযোগ ও সাংবাদিকতা-১২

ডেভেলপমেন্ট স্টাডিজ-০৬

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স-০৬

৫৩) আইন- ১১৫ (সবার জন্য উন্মুক্ত)

৫৪) ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স- ৩০ (সবার জন্য উন্মুক্ত)


১, ২, ৩...৫৪ দিয়ে ডিপার্টমেন্ট এর সংখ্যা বুঝানো হয়েছে.


পরীক্ষা দেওয়ার নূন্যতম যোগ্যতাঃ SSC এবং HSC তে মোট ৬ পয়েন্ট পেতে হবে। এবং উভয় পরীক্ষাতে কমপক্ষে 2.75 পেত হবে।  


পরীক্ষা হবে ১ ঘন্টার। প্রশ্ন থাকবে ১০০ টি। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.০০ করে। অর্থাৎ মোট ১০০ মার্কের পরীক্ষা হবে অার GPA থাকবে ২০ সর্বমোট ১২০ মার্ক। যার মধ্যে

→ ইংরেজি ৩০ 

→ বাংলা ৩০ 

→ সাধারন জ্ঞান ২০ ↓

যার মধ্যে ( বাংলাদেশ সম্পর্কিত ১০ + আন্তর্জাতিক সম্পর্কিত ১০) )

→ বিশ্লেষন দক্ষতা ২০

সর্বমোট ১০০ টি MCQ থাকবে।

 প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে (০.২৫) মার্ক।

প্রতিটি পরীক্ষায় পাশ করতে হলে বাংলা ইংরেজিতে কমপক্ষে ০৮ মার্ক, এবং সাধারন জ্ঞান ও বিশ্লেষন দক্ষতায় ০৭ করে

সর্বমোট কমপক্ষে ৪০ মার্ক পাওয়া লাগবে। অন্যথায় ফেল বলে গণ্য হবে।  


GPA তে ২০ মার্ক দেওয়া হয় SSC  GPA  কে ১.৬ দ্বারা গুণ এবং HSC GPA কে ২.৪ দ্বার গুণ করে।  


এই ইউনিটে চান্স পেয়ে গেলে কয়েকদিন পরেই মেরিট পজিশন অনুযায়ী বিষয় মনোনয়ন দিয়ে দেওয়া হবে। আলাদা কোনো ভাইবা বা সাক্ষাতকার নেওয়া হয়না।


 বি/খ ইউনিট(মানবিক বিভাগ):


মানবিক বিভাগ হলে ও বিজ্ঞান,মানবিক,ব্যবসায় এর স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে।


মোট সিট ১৩৪৬ টা।


(science,arts,commerce এর জন্য সিট ভাগ করা নেই)


GPA হিসাব:

----------------------

ব্যবসায় এবং বিজ্ঞান থেকে যারা SSC এবং HSC মিলিয়ে ৬.০০ হলে আবেদন করতে পারবা।তবে  Ssc এবং Hsc কোনটাতেই ২.৭৫ এর নিচে থাকা যাবে না। মানবিক থেকে মোট  ৫.৫০ এবং আলাদাভাবে ২.২৫ হলে ই পরীক্ষা দিতে পারবে। 


চবিতে কম পয়েন্ট চায়,এই পয়েন্ট হলেই আবেদন করা যায়।কিন্তু চান্স পাওয়াটা এত সহজ না,অনেক কঠিন!


মোট ১২০ নম্বরের মধ্যে GPA-২০ এবং ভর্তি পরীক্ষায়

নম্বর-১০০।SSC GPA কে ১.৬ এবং HSC GPA কে ২.৪ দ্বারা গুণ করে জানতে পারব তোমার নিজের কত Marks আছে ২০ এর মাঝে।


গত ২০১৭-১৮ সেশনে ১ম মেধাতালিকায় স্টুডেন্টদের Gpa সহ Score ছিল---

সর্বোচ্চ-- প্রায় ৯৮ নম্বর

সর্বনিম্ন-- প্রায় ৭৬ নম্বর


সর্বনিম্ন নম্বর এক একবার এক এক রকম হয়।প্রশ্নের সহজ/কঠিন হবার কারণে এমন হয়।অতএব,১২০ এর মাঝে Gpa সহ ৮৫+ পেলে সিউর চান্স পাবা আশা করি।


পরীক্ষার মানবন্টন:

বাংলা-৩৫

ইংলিশ-৩৫

সাধারণ জ্ঞান-৩০


মোট পাশ নম্বর ৪০ (কোটাধারীদের জন্য ৩৫)

প্রতিটি ভুল উওরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ কর্তন করা হয়।


চারুকলা, নাট্যকলা, সংগীত বিষয়ের জন্য

২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে যার পাশ নম্বর ৮।


B unit এর অধিভুক্ত বিষয়সমূহ:

১.ইংরেজি

২.আইইআর-IER(Institute of Education and Research)

৩.ইতিহাস

৪.বাংলা

৫.বাংলাদেশ স্টাডিজ

৬.দর্শন

৭.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

৮.আরবি

৯.ইসলামিক স্টাডিজ

১০.নাট্যকলা

১১.আইএমএল-IML(Institute of Modern Language)

১২.চারুকলা

১৩.ফারসি

১৪.পালি

১৫.সংস্কৃত

১৬.সংগীত


বিভিন্ন বিষয়ে পড়তে কন্ডিশনাল_মার্ক :

-----------------------------------------------------------

বিভিন্ন বিষয়ে পড়তে-->Admission test এর বাংলা,ইংরেজি,সাধারণ জ্ঞান এ কমপক্ষে যত নম্বর পেতে হবে--


বাংলা পড়তে হলে: 

বাংলা-১৮

ইংলিশ-৯

সাধারণ জ্ঞান-১২


ইংরেজি পড়তে হলে:

বাংলা-১০

ইংলিশ-২০

সাধারণ জ্ঞান -১২


ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি, বাংলাদেশ স্টাডিজ পড়তে হলে :

বাংলা-১০

ইংলিশ-৯

সাধারণ জ্ঞান -১২


আরবি ও  ইসলামিক স্টাডিজ পড়তে হলে

বাংলা-০৮

ইংলিশ-০৭

সাধারণ জ্ঞান-১০


নাট্যকলা, চারুকলা, সংগীত পড়তে হলে:

বাংলা-০৮

ইংলিশ-০৭

সাধারণ জ্ঞান-১০

ব্যবহারিক -৮


আইএমএল-IML(Institute of Modern Language)

পড়তে হলে:

বাংলা-১০

ইংলিশ-১৭

সাধারণ জ্ঞান-১২


পালি, সংস্কৃত পড়তে হলে: 

বাংলা-০৮

ইংলিশ-০৭

সাধারণ জ্ঞান-১০


আইইআর-IER(Institute of Education and Research)

পড়তে হলে:

বাংলা-১০

ইংলিশ-০৯

সাধারণ জ্ঞান-১২


বি_ইউনিট এর আসন সংখ্যা:



মোট আসন সংখ্যা: ১৩৪৬ টি


বাংলা-১১০

ইংরেজি-১১০

ইতিহাস-১২০

দর্শন-১২০

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১২০

আরবি-১২০

ইসলামিক স্টাডিজ-১২০

নাট্যকলা-৩৫

আইএমএল-IML(Institute of Modern Language)--৪১

চারুকলা-৬০

ফারসি-৫০

পালি-৮৫

সংস্কৃত-৭০

সংগীত-৩০

বাংলাদেশ স্টাডিজ-৫০

আইইআর-IER(Institute of Education and R)


University of Chattagram

CU admission test

Chittagong  University admission test 



Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown October 28, 2021 at 1:18 PM

    কোটা থেকে হলে ৩৫ এ পাশ এটা কি ১০০% সত্য।

Add Comment
comment url