বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২০ | বাংলা ১ম পত্র প্রস্তুতি - Educoxbd Jobs

বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২০ | বাংলা ১ম পত্র প্রস্তুতি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির প্রশ্ন ২০২০।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাংলা সাহিত্য প্রস্তুতি নিন নিজে নিজে আমাদের ওয়েবসাইট থেকে। 

আজকের পোস্টে মোট ৫০টি প্রশ্ন দেওয়া আছে বাংলা ১ম পত্র থেকে। 



১.বাংলা উপন্যাসের জনক কে ? 

ক.রবীন্দ্রনাথ  খ.শরৎচন্দ্র  

গ.বঙ্কিমচন্দ্র ঘ.বিভূতিভূষণ

২.বঙ্কিমচন্দ্রের উপন্যাস কোনটি? 

ক.রজনী  খ.আনন্দমঠ 

গ.কৃঞ্চকান্তের উইল  ঘ.সবগুলো

৩.প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি ? 

ক.কপালকুণ্ডলা  খ.বিষবৃক্ষ  

গ.কৃঞ্চকান্তের উইল ঘ.দুর্গেশনন্দিনী

৪.লোকরহস্য বইটির লেখক কে? 

ক.রবীন্দ্রনাথ  খ.বঙ্কিমচন্দ্র 

 গ.দ্বিজেন্দ্রনাথ  ঘ.সত্যেন্দ্রনাথ

৫.বিড়াল প্রবন্ধের মুল বক্তব্য হলো

ক.সমাজের দৈন্যদশা দূর করা 

খ.ধনী-দরিদ্রের বৈষম্য দূর করা 

গ.ক্ষুদ্র প্রাণীদেরও মূল্যায়ন করা

ঘ.পণ্ডিতবর্গকে যথাযথ মূল্যায়ন করা

৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে ? 

ক.বঙ্গদর্শন

খ.ভারতী

গ.সংবাদপ্রভা

ঘ.সংবাদ প্রভাকর

৭.ভার্যা শব্দের অর্থ কি ? 

ক.ভাবি খ.ভাইয়ের স্ত্রী 

গ.স্ত্রী   ঘ.সতীন

৮.কমলাকান্তের ভাবনা জগতে কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল ? 

ক.ওয়েলিংটন  খ.নেপোলিয়  

গ.প্রসন্ন  ঘ.লেখক

৯.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা কত ? 

ক.৩১ খ.৩২ গ.৩৪ ঘ.৩৫

১০.কে কমলাকান্তের সহায় ? 

ক.বিড়াল  খ.ওয়েলিংটন  গ.গোয়ালিনী  ঘ.মঙ্গলা

১১.বিড়াল রচনায় কার কথা শুনে কমলাকান্ত বিস্মিত ? 

ক.ডিউকের খ.ন্যায়রত্নের 

গ.ওয়েলিংটনের ঘ.বিড়ালের

১২.কোনটি বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধগ্রন্থ ? 

ক.বঙ্কিমচরিত্র  খ.বৈসাম্য 

গ.ধর্মতত্ত্ব অনুশীলন  ঘ.বঙ্গদর্শন

১৩.বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয় ? 

ক.১৮৬৫  খ.১৮৭১ 

গ.১৮৭২   ঘ.১৮৭৩

১৪.রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি ? 

ক.পল্লী-সমাজ খ.সনেট পঞ্চাশ

গ.কালান্তের   ঘ.ছায়ানট 

১৫.নৌকাডুবি রবীন্দ্রনাথের একটি -

ক.কাব্যগ্রন্থ  খ.ছোটগল্প 

 গ.উপন্যাস  ঘ.প্রবন্ধ

১৬.রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেননি -

ক.সাঙ্কেতিক নাটক খ.ভ্রমণ কাহিনী  

গ.পত্রসাহিত্য   ঘ.মহাকাব্য

১৭.কোন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরষ্কার দিয়েছিল ? 

ক.ইন্ডিয়ান সোসাইটি  খ.লন্ডন লিটারিরি সোসাইটি  

গ.সুইডিশ অ্যাকাডেমি   ঘ.প্যারিস অ্যাকাডেমি

১৮.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যু বরণ করে ? 

ক.২২ শ্রাবণ, ১৩৪১ খ.২২ শ্রাবণ,১৩৪৮ 

গ.২২  শ্রাবণ, ১৩৬১ ঘ.২২ শ্রাবণ, ১৩৩৯

১৯.বিয়েতে দেওয়া পাত্রীপক্ষের গহনাগুলো কেমন ? 

ক.প্রাচীন আমলের   খ.সেকেলে আমলের কারুচর্যাময় 

গ.যেমন মোটা তেমনি ভারী ঘ.যেমন মোটা তেমনি বিশ্রী

২০.মামার মন ভারী হলো কেন ? 

ক.অপর্যাপ্ত পণ বলে খ.মেয়ের শিক্ষা কম বলে 

গ.মেয়ের বয়স বেশি বলে ঘ.মেয়ের বাবা প্রতিবাদি বলে

২১."অপরিচিতা"গল্পের নায়কের কাছে রেলগাড়ীর কোন ক্লাসের টিকিট ছিল ? 

ক.সেকেন্ড ক্লাস খ.ফার্স্ট ক্লাস  

গ.ভিআইপি  ঘ.থার্ড ক্লাস

২২.রেলের কামরায় দুটি বেঞ্চ রিজার্ভ করা হয়েছিল কার জন্য -

ক.জমিদার বাবু  খ.জেনারেল সাহেব  

গ.ইংরেজ জেনারেল সাহেবের  ঘ.বড় লাট সাহেবের

২৩.অপরিচিতা গল্পের অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল ? 

ক.আঠার খ.তেইশ গ.চব্বিশ  ঘ.পঁচিশ 

২৪.অপরিচিতা গল্পে "হাফঁ" শব্দটা দ্বারা কী বুঝানো হয়েছে ? 

ক.অর্ধ খ.সংগীতের বিশেষ রাগ 

গ.হাল্কা  ঘ.দম

২৫.অপরিচিতা গল্পে কোন দ্বীপের কথা বলা হয়েছে ? 

ক.সেন্ট হেলেনা দ্বীপ  খ.হাউকু দ্বীপ  

গ.বালি দ্বীপ   ঘ.আন্দামান দ্বীপ 

২৬.অপরিচিতা গল্পের শুরুতে লেখক তার বয়স কত উল্লেখ করেছে ? 

ক.২৫ বছর খ.২১ বছর  

গ.২৭ বছর  ঘ.২৮ বছর 

২৭.বেগম রোকেয়ার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ "অবরোধবাসিনী" প্রকাশিত হয় -

ক.১৯০৮ খ্রি. খ.১৯১৮ খ্রি. 

গ.১৯২৮ খ্রি. ঘ.১৯৩৮ খ্রি.

২৮.নিচের কোনটি রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্মমৃত্যু ? 

ক.১৮৮০-১৯৪৭ খ.১৮৮১-১৯৩৩ 

গ.১৮৮০-১৯৩২  ঘ.১৮৮৮-১৯৩৮

২৯.রোকেয়া সাখাওয়াত হোসেনের "সুলতানার স্বপ্ন" -

ক.একটি প্রবন্ধ  খ.একটি গল্প  

গ.একটি একাঙ্কিকা  ঘ.একটি উপন্যাস 

৩০.রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধি কোথায় ? 

ক.রংপুরে  খ.ভাগলপুরে 

গ.কলকাতায় ঘ.ঢাকায় 

৩১.চাষার দুঃখ " প্রবন্ধে প্রাবন্ধিক কি প্রত্যাশা করেছেন ? 

ক.দেশি শিল্পসমূহের পুনরুদ্ধার  

খ.সভ্যতার বিকাশকে স্পর্শ করা

গ.কৃষকদের আধুনিক করেতোলা

ঘ.কৃষি ব্যবস্থার অগ্রগতি 

৩২."চাষার দুঃখ " প্রবন্ধে লেখিকার মতে কারা অনুকরণ প্রিয় ? 

ক.চাষারা খ.নারীরা 

গ.বাঙালিরা ঘ.দরিদ্ররা

৩৩."চাষার দুঃখ " প্রবন্ধে কত সের খেসারির বিনিময়ে কৃষক তার পত্নী-কন্যা বিক্রি করত ? 

ক.দুই সের খ.এক সের 

গ.চার সের  ঘ.পাঁচ সের

৩৪.এন্ডি বলতে কোন ধরনের জিনিসকে বুঝায়? 

ক.পাটের তৈরি মোটা কাপড়  

খ.মোটা রেশমি কাপড় 

গ.সুতি মোটা কাপড় 

ঘ.মোটা পশমি কাপড় 

৩৫.কোনটি "মহী" শব্দের সমার্থক শব্দ 

ক.রবি  খ.আকাশ 

গ.পৃথিবী  ঘ.চাঁদ 

৩৬."ছেইলা" শব্দের অর্থ কি? 

ক.খড় খ.ছালা 

গ.ছেলে ঘ.ছন

৩৭."ধন্য তার বসুন্ধরা যার" উক্তি দ্বারা কী বুঝানো হয়েছে ? 

ক.যে ক্ষমতার অধিকারী সম্পদ তার

খ.যে পরিশ্রম করে সম্পদ তার

গ.যার টাকা আছে সম্পদ তার

ঘ.যে সম্মানের অধিকারী সম্পদ তার

৩৮."পখাল" অর্থ কি 

ক.পাখনা  খ.পান্তা ভাত 

গ.পাখির ডান  ঘ.বিশেষ কিছু 

৩৯.ধান ও পাটের জন্য কোন অঞ্চল বিখ্যাত? 

ক.ফরিদপুর  খ.রংপুর  

গ.বরিশাল  ঘ.যশোর 

৪০.'আহবান' শব্দের সঠিক উচ্চারণ কোনটি ? 

ক.আওবান খ.আওভান 

গ.আহব্বান  ঘ.অহব্বান

৪১.নিচের কোনটি আহবান গল্পের নিষ্ঠুর চরিত্র ? 

ক.চক্কোত্তি মশায় খ.বুড়ি 

গ.বুড়ির নাতজামাই  ঘ.পাতানো মেয়ে

৪২.আহবান গল্পে কোন ঋতুর নাম উল্লেখ আছে ? 

ক.বর্ষা-শরৎ খ.শরৎ-হেমন্ত  

গ.শীত-বসন্ত  ঘ.গ্রীষ্ম-বর্ষা

৪৩.তিনি বললেন "ও হলো জমির করাতির স্ত্রী" - কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ? 

ক.বুড়ির প্রতি 

খ.চক্কোত্তি মশায়ের মেয়ের প্রতি

গ.বুড়ির মেয়ের প্রতি

ঘ.বুড়ির পাতানো মেয়ের প্রতি

৪৪.নড়ি শব্দের অর্থ কি ? 

ক.লাঠি খ.মুক্তা 

গ.কাঠি ঘ.পাথর 

৪৫.বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা গেছে ? 

ক.১৯৫০ খ.১৯৫৪ 

গ.১৯৬০  ঘ.১৯৬২

৪৬."দীর্ঘজীবী হও" আহবান গল্পে লেখককে একথা বলেছিলেন ? 

ক.নরেশ বাড়ুয্যে খ.জমির করাতির স্ত্রী  

গ.চক্কোত্তির মশায় ঘ.নরু মুখুয্যে

৪৭.বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর অবস্থিত ? 

ক.বাডুয্যের খ.পরশু সর্দারের বউয়ের 

গ.পুটিদের  ঘ.হাজরা ব্যাটার বউয়ের 

৪৮.কোন গাছের তলায় বসে বুড়ি আপন মনে বকে গেল? 

ক.বট খ.কাঁঠাল  

গ.লিচু  ঘ.জাম

৪৯.বুড়ি কিসের উপর শুয়ে ছিল? 

ক.একটা ছেঁড়া মাদুর

খ.একটা ছেঁড়া কাঁথা 

গ.লেখকের দেওয়া কাপড় 

ঘ.একটা খেজুর পাতার পাটি

৫০.প্রদোষ শব্দের অর্থ কি ? 

ক.প্রত্যুষ  খ.সন্ধ্যা  গ.রাত  ঘ.দিন 


আজকের মত এখানেই শেষ করে নিন। 

পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url