CU Circular 2020-21 | চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে | Chittagong University Admission Circular 2020-21 - Educoxbd Jobs

CU Circular 2020-21 | চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে | Chittagong University Admission Circular 2020-21

CU Circular 2020-21


CU Circular 2020 - 21 has published.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্লাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০১৮ সালের নিয়মিত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের নিয়মিত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ডর্তিচ্চু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট:https://admission.cu.ac.bd) এর মাধ্যমে প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। ইউনিট/উপ-ইউনিট প্রতি আবেদন ফি ৫৫০/-(পাঁচশত পঞ্চাশ) টাকা মাত্র (প্রসেসিং ফি প্রযােজ্য)। নির্ঘারিত আবেদন ফি রকেট"শিওর ক্যাশ/"বিকাশ' Mobile Financial Service Operator এর মাধ্যমে জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ১২ এপ্রিল ২০২১ তারিখ (সোমবার) সকাল ১১.০০ টা থেকে ৩০ এপ্রিল ২০২১ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত

অনলাইনে করা যাবে। ০২ মে ২০২১ তারিখ (রবিবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে একশত নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযােজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মােট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ এবং এ সংক্রান্ত বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি নির্দেশিকায় বর্ণিত আছে।

ভর্তির যােগ্যতায় যে সকল আবেদনকারী বাংলাদেশের যে কোন শিক্ষা বাের্ডের অধীনে ২০১৮ সালের নিয়মিত মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে যাদের নিমেবর্ণিত যােগ্যতা ও ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট ভিত্তিক ভর্তির যােগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবে। ইউনিট/উপ-ইউনিট


ইউনিট/উপ ইউনিট নূন্যতম যোগ্যতা
A ইউনিট বিজ্ঞান/জীববিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং/মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮.০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 8.00 |
B ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট (নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ ব্যতিত) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮,০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩,৫০; অথবা মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক সাধারণ (মাদ্রাসা শিক্ষা বাের্ড)/মিউজিক গাহ অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম মােট জিপিএ ৭.৫০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ অথবা মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা ব্যবসায় ব্যবস্থাপনা/সমমান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮,০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০
B1 উপ-ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ
C ইউনিট ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় | পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮.০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ অথবা মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং Accounting/Higher Accounting সহ ডিপ্লোমা-ইন- কমার্স/ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজডিপ্লোমা-ইন-বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮.০০ তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০
D ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ | আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ | এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগােল ও পরিবেশবিদ্যা এবং মনােবিজ্ঞান বিভাগ মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৭.৫০ তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়েছে তারা D ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবে। তবে নিমে উল্লিখিত অনুষদ ভিত্তিক ন্যূনতম যােগ্যতাও প্রযােজ্য হবে।
i) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা মিউজিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বাের্ড)/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় ব্যবস্থাপনা/গার্হস্থ্য অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৭.৫০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়েছে তারা সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবে।
ii) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮.৫০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়েছে তারা আইন অনুষদভুক্ত আইন বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রাহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
iii) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা মিউজিক বা সাধারণ (মদ্রোসা শিক্ষা বাের্ড) শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট | জিপিএ ৮,০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়েছে (বিজ্ঞান শাখা হতে উ্তীর্ণ আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই গণিত এবং মানবিক শাখা হতে উত্তীর্ণ আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই অর্থনীতি বিষয় থাকতে হবে) অথবা মাধ্যমিক বা দাকখিল বা সমমান পরীক্ষা এবং Accounting/Higher Accounting ব্যতিত ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৮.০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়েছে তারা ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে (বিজ্ঞান ও মানবিক গ্রুপের আসনের জন্য) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবে।
iv) মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক বা মিউজিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বাের্ড) শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৭.৫০ তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়েছে তারা জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগােল ও পরিবেশবিদ্যা এবং মনােবিজ্ঞান বিভাগে (মানবিক গ্রুপের আসনের জন্য) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যােগ্য বিবেচিত হবে।
D1 উপ-ইউনিট
শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পাের্টস সায়েন্স বিভাগ | পেয়েছে তারা শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পাের্টস সায়েন্স বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের
মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং যে কোন শাখায় নিয়মিত উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় প্রর্থ বিষয়সহ ন্যূনতম মােট জিপিএ ৬.০০; তবে উভয় পরীক্ষায় আলাদাতাবে ন্যূনতম জিপিএ ২.৫০ জন্য যােগ্য বিবেচিত হবে।
GCE (0 Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশী সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে : যে সকল আবেদনকারী ২০১৮ সালের নিয়মিত জিসিই 'ও' লেভেল পরীক্ষায় এবং ২০২০ সালের নিয়মিত জিসিই ‘এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যােগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মােগ্য বিবেচিত হবে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি নির্দেশিকায় বর্ণিত আছে । এক্ষেত্রে GCE (O Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা সমমানের বিদেশী সার্টিফিকেটধারীকে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত যথাযথ নিয়ম অনুসরণ করে Equivalent ID সংগ্রহপূর্বক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়াও আবেদনকারী যে বিভাগ/ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক তাকে ভর্তি নির্দেশিকায় প্রতি ইউনিট/উপ-ইউনিটের ৩ নং ক্রমিকে উল্লিখিত ঐ বিভাগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ সকাল ১১ টা থেকে আবেদন শুরু। 

➤ ভর্তি সার্কুলার ২০২০-২১ঃ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



➤ ফি পেমেন্ট প্রসেসঃ  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



CU Circular 2020-21 


Tag :

Chittagong University Admission Circular  2020-21,চবি সার্কুলার ২০২০-২১


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url