অনুজ্ঞা বর্তমান ও ভবিষ্যৎ কালে ব্যবহৃত হয় | অনুজ্ঞার ব্যবহার MCQ - Educoxbd Jobs

অনুজ্ঞা বর্তমান ও ভবিষ্যৎ কালে ব্যবহৃত হয় | অনুজ্ঞার ব্যবহার MCQ




বাংলা ২য় পত্র
অনুজ্ঞা বর্তমান ও ভবিষ্যৎ কালে ব্যবহূত হয়

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১৪
প্রিয়  পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। 
আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাংলা অনুজ্ঞা

২। ‘আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন’—এই বাক্যে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. প্রার্থনা গ. উপদেশ ঘ. অনুরোধ
সঠিক উত্তর: খ. প্রার্থনা
৩। ‘রোগ হলে ওষুধ খাবে’—ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
ক. বিধান খ. আদেশ গ. অনুরোধ ঘ. অনুনয়
সঠিক উত্তর: ক. বিধান
৪। ‘কাল একবার এসো’—নিচের কোনটির উদাহরণ?
ক. বর্তমান অনুজ্ঞা খ. ঘটমান বর্তমান
গ. নিত্যবৃত্ত বর্তমান ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
সঠিক উত্তর: ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা
৫। আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন
গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
সঠিক উত্তর: ক. আমটা খাও
৬। অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়?
ক. বর্তমান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত
গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. বর্তমান ও ভবিষ্যৎ
৭। অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?
ক. মন দিয়ে পড়ো খ. মিথ্যা কথা বলবে না
গ. একটি গান শোনাও ঘ. চুপ করো
সঠিক উত্তর: গ. একটি গান শোনাও
৮। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহূত হয় না?
ক. উত্তম পুরুষ খ. মাধ্যম পুরুষ
গ. নাম পুরুষ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. উত্তম পুরুষ
৯। অনুজ্ঞায় বাক্য গঠনে ‘সদা সত্য কথা বলবে’ কোন কালের উদাহরণ?
ক. বর্তমানকালের খ. ভবিষ্যৎকালের
গ. অতীতকালের ঘ. ঘটমান ভবিষ্যৎকালের
সঠিক উত্তর: খ. ভবিষ্যৎকালের
১০। ‘একটা গান শোনাও’—এই বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা
সঠিক উত্তর: গ. অনুরোধ
১১। ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা’ বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ
সঠিক উত্তর: খ. উপদেশ
১২। ‘সদা সত্য কথা বলবে’—কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. উচিত
সঠিক উত্তর: ক. আদেশ
১৩। ‘আমাকে সাহায্য করুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. অনুরোধ খ. প্রার্থনা গ. আদেশ ঘ. উপদেশ
সঠিক উত্তর: ক. অনুরোধ
১৪। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ব্যবহূত হয়—
ক. উত্তম পুরুষ খ. নাম পুরুষ
গ. মাধ্যম পুরুষ ঘ. উত্তর ও নাম পুরুষ
সঠিক উত্তর: গ. মাধ্যম পুরুষ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url