BRUR 2nd Merit Published | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২য় মেধা তালিকা প্রকাশ - Educoxbd Jobs

BRUR 2nd Merit Published | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২য় মেধা তালিকা প্রকাশ



১১ জানুয়ারি রাত ১টা ২৪ এর সময় এই ফলাফল প্রকাশিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট। 




স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি (২য় তালিকা): 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য 
বিভাগ ভিত্তিক ২য় তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল জানতে ভিজিট করুন /

১ম তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অটো-মাইগ্রেশন প্রক্রিয়া শেষে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ 
সমূহের অবশিষ্ট শূন্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দ করে ২য় তালিকা প্রকাশ করা হয়েছে। 
শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। 
সাক্ষাৎকার ও ভর্তির সময়সূিচ: (সাধারণ শিক্ষার্থীদের জন্য)

সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি
(২য় তালিকা হতে) 
(যাদের বিষয় বরাদ্দ দেয়া হয়েছে) :

১৬/০১/২০২২ রবিবার
এবং 
১৭/০১/২০২২ সোমবার 
সকাল: ১১:০০ 
মিনিট হতে
বিকাল ৩:০০ মিনিট 
সংশ্লিষ্ট বিভাগ 

৩য় তালিকা প্রকাশ
(আসন ফাঁকা থাকা সাপেক্ষে
অপেক্ষমান তালিকা হতে) : 

১৭/০১/২০২২ রাত:১১:০০ মিনিট বিশ্বিবদ্যালয় ওয়েব 
সাইট। 


০৩ সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি 
(৩য় তালিকা হতে) ১৯/০১/২০২২ বুধবার 
সকাল: ১১:০০ 
মিনিট হতে
বিকাল ৩:০০ মিনিট 
সংশ্লিষ্ট বিভাগ 
ভর্তির ফিস : সকল বিভাগের জন্য ভর্তির প্রারম্ভিক ফিস ৯,৫১৫/- (নয় হাজার পাঁচশত পনের) টাকা মাত্র। 
(বিঃ দ্রঃ ভর্তির সকল প্রক্রিয়া এবং অটো-মাইগ্রেশন এর সর্বশেষ তালিকা প্রকাশের পর শিক্ষার্থীরা যে বিভাগে সর্বশেষ 
অবস্থান করবেন সে বিভাগের অতিরিক্ত ফিস (যদি থাকে) সমন্বয় করতে হবে। 

সাক্ষাৎকার ও ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই সঙ্গে আনতে হবে। 

০১। এস.এস.সি পরীক্ষার রেজিস্টেশ্র ন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র এবং মুল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র।
০২। এইচ.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র এবং মুল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র। 
০৩। গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত)।
০৪। ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (গুচ্ছভ‚ক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির সাদৃশ্য হতে হবে)।
০৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। 


নিচের লিংক থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন


Tag :

PDF 2021,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url