BRUR 2nd Merit Published | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২য় মেধা তালিকা প্রকাশ
স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি (২য় তালিকা):
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য
বিভাগ ভিত্তিক ২য় তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল জানতে ভিজিট করুন /
১ম তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অটো-মাইগ্রেশন প্রক্রিয়া শেষে মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ
সমূহের অবশিষ্ট শূন্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দ করে ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
সাক্ষাৎকার ও ভর্তির সময়সূিচ: (সাধারণ শিক্ষার্থীদের জন্য)
সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি
(২য় তালিকা হতে)
(যাদের বিষয় বরাদ্দ দেয়া হয়েছে) :
১৬/০১/২০২২ রবিবার
এবং
১৭/০১/২০২২ সোমবার
সকাল: ১১:০০
মিনিট হতে
বিকাল ৩:০০ মিনিট
সংশ্লিষ্ট বিভাগ
৩য় তালিকা প্রকাশ
(আসন ফাঁকা থাকা সাপেক্ষে
অপেক্ষমান তালিকা হতে) :
১৭/০১/২০২২ রাত:১১:০০ মিনিট বিশ্বিবদ্যালয় ওয়েব
সাইট।
০৩ সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি
(৩য় তালিকা হতে) ১৯/০১/২০২২ বুধবার
সকাল: ১১:০০
মিনিট হতে
বিকাল ৩:০০ মিনিট
সংশ্লিষ্ট বিভাগ
ভর্তির ফিস : সকল বিভাগের জন্য ভর্তির প্রারম্ভিক ফিস ৯,৫১৫/- (নয় হাজার পাঁচশত পনের) টাকা মাত্র।
(বিঃ দ্রঃ ভর্তির সকল প্রক্রিয়া এবং অটো-মাইগ্রেশন এর সর্বশেষ তালিকা প্রকাশের পর শিক্ষার্থীরা যে বিভাগে সর্বশেষ
অবস্থান করবেন সে বিভাগের অতিরিক্ত ফিস (যদি থাকে) সমন্বয় করতে হবে।
সাক্ষাৎকার ও ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই সঙ্গে আনতে হবে।
০১। এস.এস.সি পরীক্ষার রেজিস্টেশ্র ন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র এবং মুল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র।
০২। এইচ.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র এবং মুল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসাপত্র।
০৩। গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত)।
০৪। ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি (গুচ্ছভ‚ক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির সাদৃশ্য হতে হবে)।
০৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
নিচের লিংক থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন
PDF 2021,