সাত কলেজের ভর্তি সার্কুলার শিক্ষাবর্ষ ২০২১-২২ - Educoxbd Jobs

সাত কলেজের ভর্তি সার্কুলার শিক্ষাবর্ষ ২০২১-২২

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি সার্কুলার প্রকাশ করেছে নতুন শিক্ষাবর্ষে। 

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন বিস্তারিতঃ

আবেদনের সময়সীমাঃ

 আবেদন শুরুঃ ১৫ জুলাই
 আবেদন শেষঃ ৩১ জুলাই

পরীক্ষার তারিখঃ

 বিজ্ঞান অনুষদঃ ১২ আগস্ট
 কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদঃ ১৯ আগস্ট
 বাণিজ্য অনুষদঃ ২৬ আগস্ট
 আবেদন ফিঃ ৬০০৳ (৬শ টাকা)
 আসনসংখ্যাঃ এবারে সরকারি সাতটি কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি
 সাত কলেজ আবেদন যোগ্যতাঃ
এসএসসি বা সমমানঃ ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে
এইচএসসি বা সমমানঃ ২০২১ সালের
[ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে।]

 ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা হলো-

বিজ্ঞান বিভাগঃ এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
কলা ও মানবিক বিভাগঃ এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০
বাণিজ্য বিভাগঃ এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০।

 ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

এমসিকিউ পদ্ধতির  ভর্তি পরীক্ষার সময় হবে ১ ঘন্টা। লিখিত পরীক্ষা ১০০ নম্বর। এতে জিপিএ নম্বর রয়েছে ২০ (এসএসসি+এইচএসএসি)। পাশ নম্বর ৪০ (আলাদাভাবে পাশ করতে হবে না)। সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। সাত কলেজে ভর্তির জন্য যে কোনো একটা কলেজে আবেদনের সুযোগ থাকবে।

 মানবন্টনঃ

বিজ্ঞান: এ বিভাগ যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫।
বানিজ্য: বাংলা (আবশ্যক) ২০, ইংরেজি (আবশ্যক) ২০, হিসাববিজ্ঞান (আবশ্যক) ২০, ব্যবসায় শিক্ষা (আবশ্যক) ২০, মাকেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি) ২০। মোট ১০০ নম্বর।
কলা ও সামাজিক বিজ্ঞান: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ৫০। সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন হতে পারে।

 অধিভুক্ত সরকারি সাত কলেজ হলোঃ

১.ঢাকা কলেজ
২.ইডেন মহিলা কলেজ
৩.সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪.কবি নজরুল কলেজ
৫.বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬.মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭.সরকারি তিতুমীর কলেজ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url