রাবি সিলেকশন ফলাফল প্রকাশ | Rajshahi University Selection Result Published
আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন ফলাফল। এতে গত ৯ জুন পর্যন্ত তিন ইউনিটে বিভিন্ন ধাপে আবেদন করেছে অনেক শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গত ২৫ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৫ মে শুরু হওয়া প্রাথমিক আবেদন ৯ জুন শেষ হয়েছে। প্রাথমিক এ আবেদন শেষে 'এ', 'বি' ও 'সি' ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার।
তিনি বলেন, হিসেব অনুসারে এ ইউনিটে ১ লাখ ৪৫ হাজার, বি ইউনিটে ১ লাখ ৩ হাজার এবং সি ইউনিটে ১ লাখ ৫০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।
ফলাফলের বিষয়ে এ পরিচালক বলেন, প্রাথমিক আবেদনের ফলাফল আগামী ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ১৫ জুন শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। তাছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুলাই। চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের আবেদন ফি ১১'শ টাকা।
এতে প্রতি ইউনিট এ এবার পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার শিক্ষার্থী।
সিলেকশন ফলাফল দেখার নিয়মঃ
প্রাথমিক আবেদনের ফলাফল দেখার জন্য প্রথমে https://application.ru.ac.bd/ এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
এরপরে আপনার যাবতীয় তথ্য নিয়ে সাবমিট করলে নিচে সিলেকশন ফলাফল দেখতে পাবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে।