এসএমএসের মাধ্যমে এসএসসি ফলাফল দেখার নিয়ম | SSC RESULT 2022 by SMS
এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে ২৮ নভেম্বর ২০২২।
শিক্ষাবোর্ড বিষয়টি জানিয়েছেন কয়েকদিন হচ্ছে।
এসএসসি ফলাফল দেখার নিয়ম :
এসএসসি /দাখিল /ভোকেশনাল পরীক্ষার ফলাফল দেখার বিভিন্ন নিয়ম থাকলেও সহজ নিয়মটি আমাদের অনেকের জানা নেই।
তাই এতে ফলাফল দেখতে গিয়ে আমাদের অনেক সমস্যায় পরতে হয়। এখানে দেখানো হয়েছে কিভাবে এসএসসি ফলাফল দেখা যাবে সকল নিয়মগুলো
এসএসসি, ভোকেশনাল বা দাখিল পরীক্ষার ফলাফল অনলাইন এবং অফলাইনে দুইভাবে দেখা যায়।
অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং অফলাইনে এসএমএসের মাধ্যমে।
এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম এবং অনলাইন রেজাল্ট দেখার নিয়ম দেখার জন্য পোস্টটি বিস্তারিত পড়ুন।
এসএমএস এর মাধ্যমে এসএসসির রেজাল্ট দেখার নিয়ম :
আমরা জেনেছি এসএমএস এর মাধ্যমে এসএসসির রেজাল্ট দেখা যাবে। কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে দেখা যাবে সেটা। নিয়মটা জেনে নিলে সহজেই এসএসসির রেজাল্ট দেখা যাবে নিজের মোবাইল দিয়ে।
এসএমএসে মাধ্যমে ফলাফল দেখার জন্য লাগবে SSC Roll, Board এর Short Key, Passing Year এগুলো।
b
এসএমএস এর মাধ্যমে এসএসসির রেজাল্ট পাওয়ার জন্য এসএমএস করার নিয়ম :
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন
SSC Short Key Roll 2022
এখানে Short key এর জায়গায় আপনার যে বোর্ডের এসএসসি ফলাফল দেখার জন্য চাচ্ছেন সেই বোর্ডের প্রথম তিন ডিজিট ব্যবহার করবেন। Roll এর জায়গায় এসএসসি রোল নম্বর এবং Passing Year এর জায়গায় ২০২২।
অনলাইনে এসএসসির রেজাল্ট দেখার নিয়ম :
কিভাবে অনলাইনে এসএসসির রেজাল্ট দেখা যাবে সেটা নিয়ে আমরা অনেকেই জানিনা এবং জানতে চেয়েও আমরা সঠিক তথ্য পায়না।যার কারণে আমরা হতাশ হয়ে পড়ি। তাই আপনাদের সুবিধার জন্য এখানে অনলাইন ফলাফল দেখার নিয়ম দেখানো হয়েছে।