SSC 2024 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
SSC 2024 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য অর্থনীতি গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
SSC অর্থনীতি ২য় অধ্যায় MCQ
১. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
ক. ২০
খ. ২১
গ. ২২
ঘ. ২৬
২. শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
খ. প্রাকৃতিক
গ. সমষ্টিগত
ঘ. মানবিক
৩. বাংলাদেশের কয়টি ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হয়?
ক. ১৩
খ. ১৮
গ. ২১
ঘ. ২৩
৪. অর্থনৈতিক কাজ কোনটি?
ক. ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন
খ. শ্রমিকের কারখানার কাজ
গ. সন্তানের পরিচর্যা
ঘ. শখ করে বাগান করা
৫. জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে?
ক. ১৩%
খ. ১৭%
গ. ২১%
ঘ. ২৫%
৬. কোনটি বস্তুগত সম্পদ?
ক. সুনাম
খ. টিভি
গ. সততা
ঘ. আসবাবপত্র
৭. সুন্দরবনের আয়তন কত?
ক. প্রায় ৫,০১৭ বর্গ কি.মি.
খ. প্রায় ৬,০১৭ বর্গ কি.মি.
গ. প্রায় ৭,০১৭ বর্গ কি.মি.
ঘ. প্রায় ৮,০১৭ বর্গ কি.মি.
৮. কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে?
ক. সেন্টমার্টিন দ্বীপ
খ. নিঝুম দ্বীপ
গ. কুতুবদিয়া দ্বীপ
ঘ. মনপুরা দ্বীপ
৯. সরকার ও জনগণের মালিকানাধীন সম্পদকে কী বলে?
ক. ব্যক্তিগত
খ. জাতীয়
গ. সমষ্টিগত
ঘ. আন্তর্জাতিক
১০. সিলেটের বনভূমির আয়তন কত?
ক. ৮৪০ বর্গ কি.মি.
খ. ৯৪০ বর্গ কি.মি.
গ. ১০৪০ বর্গ কি.মি.
ঘ. ১১৪০ বর্গ কি.মি.
১১. কোনটি অবস্তুগত সম্পদ?
ক. ডাক্তারের সেবা
খ. টিভি
গ. বাড়ি
ঘ. কলম
১২. উৎপত্তির ভিত্তিতে সম্পদকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৩. বাংলাদেশে চুনাপাথর কোথায় মজুদ রয়েছে?
ক. মধ্যপাড়ায়
খ. বিজয়পুরে
গ. বড় পুকুরিয়ায়
ঘ. সেন্টমার্টিন দ্বীপে
১৪. পত্নীতলায় কোন খনিজ দ্রব্য মজুদ রয়েছে?
ক. চুনাপাথর
খ. চীনামাটি
গ. গন্ধক
ঘ. সিলিকা বালু
১৫. বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
ক. গাইবান্ধা
খ. লালমনিরহাট
গ. দিনাজপুর
ঘ. জয়পুরহাট
১৬. সম্প্রতি কোন অঞ্চলে কয়লা উত্তোলন করা হচ্ছে?
ক. দিনাজপুরের বড়পুকুরিয়ায়
খ. সিলেটের হরিপুরে
গ. চট্টগ্রামের সেন্টমার্টিনে
ঘ. দিনাজপুরের মধ্যপাড়ায়
১৭. গন্ধক ব্যবহৃত হয় কোনটিতে?
ক. দিয়াশলাইয়ে
খ. কয়লায়
গ. তামায়
ঘ. চুনাপাথরে
১৮. কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. খনিজ সম্পদ
খ. মানুষের শরীর
গ. স্বাস্থ্য কেন্দ্র
ঘ. সেচ ব্যবস্থা
১৯. প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে কোন সম্পদ সৃষ্টি করা যায়?
ক. প্রাকৃতিক সম্পদ
খ. জাতীয় সম্পদ
গ. উৎপাদিত সম্পদ
ঘ. ব্যক্তিগত সম্পদ
২০. কোনটি উৎপাদিত সম্পদ?
ক. যোগাযোগ ব্যবস্থা
খ. নদনদী
গ. ভূমি
ঘ. আবহাওয়া
২১. কোনটি মনুষ্যসৃষ্ট সম্পদ?
ক. বনভূমি
খ. স্বাস্থ্যকেন্দ্র
গ. খনিজ সম্পদ
ঘ. সংগঠন ক্ষমতা
২২. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
ক. কয়লা
খ. খনিজ তেল
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ চুনাপাথর
২৩. বাংলাদেশের ২৬টি গ্যাস ক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ কত?
ক. ১৬ বিলিয়ন ঘনফুট
খ. ২০ ট্রিলিয়ন ঘনফুট
গ. ২২ ট্রিলিয়ন ঘনফুট
ঘ. ২৫ বিলিয়ন ঘনফুট
২৪. কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
ক. রাসায়নিক সার
খ. প্লাস্টিক
গ. সিমেন্ট
ঘ. দিয়াশলাই
২৫. কাগজ উৎপাদনে কী ব্যবহৃত হয়?
ক. চীনামাটি
খ. কঠিন শিলা
গ. গন্ধক
ঘ. চুনাপাথর
২৬. বাংলাদেশের কোন জেলায় চুনাপাথরের মজুদ রয়েছে?
ক. জয়পুরহাট
খ. ফেনী
গ. নেত্রকোনা
ঘ. খুলনা
২৭. সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে?
ক. সিলেটের হরিপুরে
খ. শাহজিবাজারে
গ. তামাবিল
ঘ. কুতুবদিয়া দ্বীপে
২৮. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের ভূখণ্ডের কমপক্ষে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?
ক. ১৭
খ. ২১
গ. ২২
ঘ. ২৫
২৯. জাপানে বনভূমির পরিমাণ মোট ভূখণ্ডের কত ভাগ?
ক. ২৫%
খ. ৩৫%
গ. ৩৪%
ঘ. ৬৩%
৩০. জাপান ও বার্মার কোন অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে?
ক. সামাজিক
খ. ধর্মীয়
গ. প্রাকৃতিক ও পরিবেশগত
ঘ. ভৌগোলিক
৩১. নিচের কোনটি সুন্দরবনে পাওয়া যায়?
ক. গর্জন
খ. গামারি
গ. গরান
ঘ. সেগুন
৩২. ‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ?
ক. সুন্দরবন
খ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ. সিলেটের বনভূমি
ঘ. বরেন্দ্র বনভূমি
৩৩. বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত?
ক. ১৪,৩৩৩ বর্গকিলোমিটার
খ. ১৫,৩৩৩ বর্গকিলোমিটার
গ. ১৬,৩৩৩ বর্গকিলোমিটার
ঘ. ১৭,৩৩৩ বর্গকিলোমিটার
৩৪. নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয়নি?
ক. কয়লা
খ. খনিজ তেল
গ. পানি
ঘ. আণবিক শক্তি
৩৫. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা
খ. নাফ
গ. কর্ণফুলি
ঘ. সাঙ্গু
৩৬. গ্যাস, তেল ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?
ক. পানি বিদ্যুৎ
খ. তাপ বিদ্যুৎ
গ. চল বিদ্যুৎ
ঘ. স্থির বিদ্যুৎ
৩৭. বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক. সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ
খ. ঘোড়াশাল তাপবিদ্যুৎ
গ. চট্টগ্রাম তাপবিদ্যুৎ
ঘ. ভেড়ামারা তাপবিদ্যুৎ
৩৮. বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল ব্যবহৃত হয়?
ক. ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ
খ. ঘোড়াশাল তাপবিদ্যুৎ
গ. চট্টগাম তাপ বিদ্যুৎ
ঘ. শাহজীবাজার তাপবিদ্যুৎ
৩৯. বাংলাদেশে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র কয়টি?
ক. ৮
খ. ১০
গ. ৭
ঘ. ৫
৪০. আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
খ. ব্রাহ্মণবাড়িয়া
গ. সিলেট
ঘ. নরসিংদী
৪১. আধুনিক বিশ্ব কোন শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. সৌরতাপ
গ. জৈব গ্যাস
ঘ. আণবিক
৪২. বাংলাদেশে পানির উৎস প্রধানত কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৩. সমষ্টিগত সম্পদ কোনটি?
ক. পানি সম্পদ
খ. সাগর
গ. হাসপাতাল
ঘ. ঘরবাড়ি
৪৪. মানুষের অভাব মিটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি?
ক. অর্থনৈতিক দ্রব্য
খ. অভিজাত দ্রব্য
গ. মূলধনী দ্রব্য
ঘ. মধ্যবর্তী দ্রব্য
৪৫. যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় তাকে কী বলে?
ক. অবাধলভ্য দ্রব্য
খ. স্থায়ী ভোগ্য দ্রব্য
গ. অস্থায়ী ভোগ্য দ্রব্য
ঘ. অর্থনৈতিক দ্রব্য
৪৬. কোনটি অর্থনৈতিক দ্রব্য?
ক. টেবিল
খ. আলো
গ. বাতাস
ঘ. সুনাম
৪৭. নিচের কোনটি অস্থায়ী দ্রব্য?
ক. জমি
খ. বাড়ি
গ. বাতাস
ঘ. খাদ্য
৪৮. বিনিয়োগের ভিত্তি কী?
ক. আয়
খ. সঞ্চয়
গ. মূলধন
ঘ. ব্যয়
৪৯. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
ক. মূলধন
খ. সঞ্চয়
গ. বিনিয়োগ
ঘ. আয়
৫০. কীসের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে?
ক. বিনিয়োগ
খ. মূলধন
গ. সঞ্চয়
ঘ. মুনাফা
Answer :
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
ঘ ঘ গ খ ক খ খ গ খ গ ক খ ঘ খ গ
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
ক ক ক গ ক খ গ ক ক ঘ ক ক ঘ ঘ গ
৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫
গ ক খ ঘ গ খ ঘ ক ঘ খ ঘ খ গ ক ক
৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০
ক ঘ খ গ ক গ ক খ ঘ খ ক গ ক গ ঘ
৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯
খ ক ঘ খ ক ঘ গ খ গ